গত আইলিগ মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না ইন্টার কাশীর (Inter Kashi FC)। প্রথম বছরে এসে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। টুর্নামেন্টের চতুর্থ স্থানে থেকেই নিজেদের অভিযান শেষ করেছিল বারাণসীর এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলেই। অতীত ভুলে নতুন সিজন থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ইন্টার কাশীর। সেইমতো মরসুমের শুরুতেই স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। এই হাইপ্রোফাইল কোচের হাত ধরেই আইলিগ অভিযান শুরু করেছে এডমুন্ড লালরিনডিকারা।
প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুকে। পরবর্তীতে ও বজায় থেকেছে সেই জয়ের ধারা। মাঝে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি রিয়াল কাশ্মীরের মতো দল গুলির কাছে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সুমিত পাসিদের। বর্তমানে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বারাণসীর এই ফুটবল দল। পরবর্তী ম্যাচ গুলিতে সাফল্য পেয়ে নিজেদের আরও উপরে তুলে আনাই এখন অন্যতম লক্ষ্য সকলের। তবে এসবের মাঝেই আইলিগের এক বিদেশি ফরোয়ার্ডকে দলে টানল ইন্টার কাশী।
তিনি মাতিজা বাবোভিচ। চলতি ফুটবল সিজনের শুরুতে গোকুলাম কেরালা এফসি থেকে ডেম্পো স্পোর্টস ক্লাবে যোগদান করেছিলেন এই সার্বিয়ান তারকা। সেখানে ছয়টি ম্যাচ খেলে দুইটি গোল ও করেছিলেন বাবোভিচ। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলনা গোয়ার এই ফুটবল ক্লাব। সেজন্য, এই উইন্টা ট্রান্সফার উইন্ডোতে তাকে রিলিজ করে দেওয়ার পরিকল্পনা ছিল আইলিগের এই ফুটবল দলের। সেইমতো তাঁর সাথে কথাবার্তা এগোতে শুরু করেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল আজ।
ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে ম্যানেজমেন্ট। যারফলে বাকি মরসুমে বারাণসীর এই ফুটবল ক্লাবের হয়েই খেলতে দেখা যাবে সার্বিয়ার এই ফুটবলারকে।