Transfer News: চাঞ্চল্যকর দলবদল! ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পথে প্রীতম কোটাল?

Transfer News: বিশ্ব ফুটবলে এমন অনেক দল বদল হয়েছে যেগুলো লেখা রয়েছে ইতিহাসের পাতায়। যেমন বার্সেলোনা থেকে লুইস ফিগোর রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত। মাইকেল ওয়েন, কার্লোস তেভেজ, লুই এনরিকে, সল ক্যাম্পবেল… আরও অনেক নাম রয়েছে যারা খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। ভারতীয় ফুটবলেও ঘটতে চলেছে এমন কোনও দল বদল?

দল বদল সংক্রান্ত জল্পনা ক্রমে জোর পেয়েছে। জল্পনার গতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ প্রীতম কোটাল। আগামী মরসুমে তিনি অন্য কোনও দলের হয়ে খেলতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। কিন্তু কোন দলে যেতে পারেন তিনি?

   

মোহনবাগান ছেড়ে কেলারা ব্লাস্টার্স গিয়েছিলেন এক প্রকার অভিমানী হয়ে। প্রীতম ক্লাবকে বিদায় জানিয়েছিলেন নাকি ক্লাব প্রীতমকে বিদায় জানিয়েছিল সে ব্যাপারে প্রশ্ন রয়েই গিয়েছিল। প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত। এখনও বহু সবুজ মেরুন সমর্থকদের কাছে তিনি ‘অধিনায়ক’। সেই প্রীতম এবার কেরালা ব্লাস্টার্সকে বিদায় জানাতে পারেন। এরপরেই আসল বিস্ময়। বিদায় জানিয়ে হাত মেলাতে পারেন ইস্টবেঙ্গলের সঙ্গে!

https://twitter.com/MohunBagan_Fan/status/1784432528033734884

আধুনিক ফুটবলে দল বদল করাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঘরের ছেলে ‘রাইভাল ক্লাব’-এর হয়ে খেলছে, এটা বোধহয় বিশ্বের কোনও ফুটবল সমর্থকই মন থেকে মেনে নিতে পারবেন না। প্রীতম সত্যিই কি কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছেন? প্রীতমের পরবর্তী গন্তব্য কি ইস্টবেঙ্গল? ফুটবল প্রেমীদের মনে এখন অনেক প্রশ্ন। আপাতত নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন