ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে কবে ও কাদের মুখোমুখি হবে ভারত?

Tri-Nation Tournament: কিছুদিন আগেই ইগর স্টিম্যাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একটা সময় তার তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও সময় যত এগিয়েছে ততই…

Senior Indian Men's Football Team to Compete in Tri-Nation Tournament in Vietnam

Tri-Nation Tournament: কিছুদিন আগেই ইগর স্টিম্যাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একটা সময় তার তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও সময় যত এগিয়েছে ততই হতাশ করেছেন ফুটবলাররা। গত এশিয়ান গেমস থেকে শুরু করে পরবর্তীতে এশিয়ান কাপ হোক কিংবা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্ব।

প্রত্যেক ক্ষেত্রেই দেখা দিয়েছে একরাশ হতাশা। চলতি বছরের মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছিল ব্লু-টাইগার্স। তা খুব একটা ভালোভাবে নেয়নি দেশের ফুটবলপ্রেমীরা। পরবর্তীতে ফেডারেশনের তরফ থেকে কুয়েত ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কোচের ভবিষ্যত নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

   

কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি মহেশরা। এমনকি পরবর্তী ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি ভারত। তারপরেই এআইএফএফ এর তরফ থেকে সরকারিভাবে জানানো হয় কোচ ইগর স্টিম্যাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা‌। কিন্তু কে হবেন ভারতীয় দলের নতুন কোচ? তা এখনও চূড়ান্ত হয়নি।

এসবের মাঝেই ভারতীয় দলের নয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ঘোষণা করে দিল দেশের ফুটবল ফেডারেশন। আগামী অক্টোবর মাসে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে নামবে ব্লু-টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভিয়েতনাম এবং লেবানন। ফিফা তালিকা অনুযায়ী দেখলে এই দুই দেশের থেকে বর্তমানে অনেকটাই পিছিয়ে ভারত। এই মুহূর্তে দাঁড়িয়ে ১২৪ নম্বরে রয়েছে গুরপ্রীত-মহেশরা। অন্যদিকে ১১৬ এবং ১১৭ নম্বরে রয়েছে ভিয়েতনাম এবং লেবানন।

স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে সাফল্য পেলে ফিফা তালিকায় অনেক তাই উপরে চলে আসবে ভারত। কিন্তু তার আগে কার হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব এখন সেটাই দেখার। যতদূর খবর, আগামী ৯ অক্টোবর শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলতে হবে ব্লু-টাইগার্সদের। তারপর ১২ ই অক্টোবর ভারতীয় দল খেলবে শক্তিশালী লেবাননের বিপক্ষে।