Ousmane N’Diaye : শহরে পা রাখলেন মহামেডানের সেনেগালের তারকা

বুধবার কলকাতায় পা রাখলেন মহামেডানের সেনেগালের ডিফেন্ডার Ousmane N’Diaye। তাকে বরণ করে নেওয়ার জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন মহামেডানের বেশ কিছু কর্মকর্তা সহ একঝাঁক সমর্থক।মহামেডানের আসার…

Ousmane N'Diaye

বুধবার কলকাতায় পা রাখলেন মহামেডানের সেনেগালের ডিফেন্ডার Ousmane N’Diaye। তাকে বরণ করে নেওয়ার জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন মহামেডানের বেশ কিছু কর্মকর্তা সহ একঝাঁক সমর্থক।মহামেডানের আসার আগে সংশ্লিষ্ট ফুটবলার খেলছিলেন কাজাখস্তানের ক্লাব কাইজারে।

বিখ‍্যাত ফরাসি ক্লাবে লিয়ঁ’র যুব দলের এই ফুটবলার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ক্লাবের ‘বি’ দলের হয়ে খেলেছিলেন।এছাড়াও ফ্রান্সের বিভিন্ন ডিভিশন জুড়ে ক্লাবে খেলতে দেখা গেছে তাকে।তিনি আসা কতোটা শক্তিশালী হলো মহামেডানের ডিফেন্স লাইন আপ, সেটা সময়’ই বলবে।

আর হাতে গোনা কয়েক দিন বাদেই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ।ইতিমধ্যে সহকারী কোচের তত্বাবধানে মাঠে প্রস্তুতি’তে নেমে পরেছে সাদা কালো ব্রিগেড।এবার টুর্নামেন্টে মহামেডানের সচিবের ভূমিকায় উপস্থিত থাকবেন দীপেন্দু বিশ্বাস।

Advertisements

১৯৯৫-৯৬ মরশুমে টাটা ফুটবল অ্যাকাডেমির হয়ে ডুরান্ডে অভিষেক হয়েছিল দীপেন্দু’র।সেই বছর সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে গোল করাটাই তার কেরিয়ারের অন‍্যতম সেরা টার্নিং পয়েন্ট ছিলো, এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।তাই এই প্রাক্তন তারকা বাঙালি স্ট্রাইকার’এর কাছে ডুরান্ড সব সময় স্পেশাল একটা টুর্নামেন্ট।