Semboi Haokip: ISL চ‍্যাম্পিয়ন ফরোয়ার্ডের সঙ্গে আরও একবছর চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল

Semboi Haokip

মনিপুরের ফরোয়ার্ড সেম্বোই হাওকিপের (Semboi Haokip) সঙ্গে আরও একবছরের চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল। গত মরশুমে এই ফরোয়ার্ড’কে বেঙ্গালুরু এফসি’থেকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল।১২ ম‍্যাচ খেলে ২ টো গোল করেছিলেন তিনি।

মনিপুরের যুব দল এবং জাতীয় স্কুল গেমসে প্রতিনিধিত্ব করা এই ফুটবলার,২০১১ সালে যোগ দেন পুনে সিটি এফসি’র অ্যাকাডেমি’তে।দলকে পরপর দুই বছর (২০১২,২০১৩) অনূর্ধ – ২০ আইলিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

   

২০১৩-১৪ মরশুমে পুণের প্রথম দলে সুযোগ হয়,এবং সেই বার মোহনবাগানের বিরুদ্ধে ম‍্যাচে গোল করেন।মজার বিষয় পুনের সিনিয়র দলে হাওকিপের দ্বিতীয় গোলটিও মোহনবাগানের বিরুদ্ধে ফিরতি ম‍্যাচে।

FPAI Young Player of the Season award – জয়ী এই ফুটবলার, ২০১৫ সালে আইএসএলের ক্লাব এফসি গোয়ায় কিংবদন্তি ব্রাজিলের ফুটবলার জিকোর কোচিংয়ে খেলার সুযোগ পান তিনি।সেই বার গোয়া ফাইনালে উঠলে গোল করেছিলেন তিনি।অবশ্য আইএসএল চ‍্যাম্পিয়ান হতে পারেনি গোয়া।

এর পাশাপাশি সালগাওকার,কেরালা ব্লাস্টার্স,বেঙ্গালুরু এফসি’তে খেলা এই ফুটবলার প্রথম বার ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ২০১৬-১৭ মরশুমে, কেরালা থেকে লোনে এসেছিলেন তিনি।সেই বার ৮ ম‍্যাচে খেলে , একটি গোল করেছিলেন।এফসি গোয়া,এফসি কেরাল ব্লাস্টার্সের হয়ে আইএসএলে রানার্সআপ হওয়ার পাশাপাশি ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি’র হয়ে আইএসএল চ‍্যাম্পিয়ান হয়েছিলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন