ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাব জামশেদপুর এফসি ঘোষণা করেছে লেন (Seiminlen Doungel)-এর সঙ্গে সম্পন্ন হয়েছে নতুন চুক্তি। ২০২৪-২৫ মরসুমের শেষ পর্যন্ত ভারতের এই ক্লাবের সঙ্গেই থাকবেন একসময়কার অন্যতম প্রতিভাবান এই ফুটবলার।
সেলেকাওদের কাঁপিয়ে দিল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে Brazil vs Uruguay
লেন গত চার মরসুম ধরে জামশেদপুর এফসি (Jamshedpur FC) দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের জায়গা পোক্ত করেছিলেন। মণিপুরে জন্ম নেওয়া এই উইঙ্গার আইএসএল শিল্ড জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। মাঠ এবং মাঠের বাইরে তাঁর উপস্থিতি খালিদ জামিলের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে। একাধিক পজিশনে খেলা দক্ষতা রয়েছে মণিপুরের এই ফুটবলারের।
৩০ বছর বয়সী লেন নতুন চুক্তি সমন্ন হওয়ার পর বলেছেন, ‘গত দু’টি মরসুম থেকে আমার কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। আমাদের ক্লাবটিকে আইএসএল টেবিলের শীর্ষে ফিরিয়ে আনতে হবে। এমন একটি জায়গা যা ঝাড়খণ্ড ফুটবল সমর্থকদের প্রাপ্য। জামশেদপুর এফসি-র সঙ্গে চার বছর কাটানোর পর ক্লাবটি সত্যিকার অর্থেই পরিবারের মতো হয়ে গিয়েছে। এখানে ভক্তদের কাছ থেকে অপরিসীম আবেগ এবং অবিচল সমর্থন প্রত্যক্ষ করেছি। ফুটবলের প্রতি তাদের উৎসাহ অনুপ্রেরণামূলক।’
Len has a special message for all the fans of Jamshedpur.📣🔴⚽#JamKeKhelo #IndianFootball #IndianSuperLeague#JoharLen #MenOfSteel #JamshedputFC pic.twitter.com/Xb5SUIQ8wc
— Jamshedpur FC (@JamshedpurFC) July 1, 2024
Turkey: ইউরোয় তরুণ তুর্কিদের উত্থান, অস্ট্রিয়াও এবার দিয়েছিল চমক
লেন আরও বলেছেন, ‘প্রধান কোচ খালিদ জামিলের কোচিংয়ে আমি কঠোর পরিশ্রম করব এবং সমর্থকদের গর্বিত করতে আমার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাব। আমার লক্ষ্য এই ক্লাবের হয়ে ইতিহাস গড়া। ক্লাবের হয়ে পদক জয়ের ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’