জেসন কামিন্সকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এই বিদেশি ফুটবল ক্লাব

গত ফুটবল সিজন থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে ফুটবল খেলছেন জেসন কামিন্স (Jason Cummings)। শুরুটা খুব একটা ভালো ছিল না এই অস্ট্রেলিয়ান…

Jason Cummings Creative Spark Powers Mohun Bagan

গত ফুটবল সিজন থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে ফুটবল খেলছেন জেসন কামিন্স (Jason Cummings)। শুরুটা খুব একটা ভালো ছিল না এই অস্ট্রেলিয়ান ফুটবল স্ট্রাইকারের। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কামিন্সের। এমনকি গত ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে তাঁর করা গোলেই এগিয়েছিল মোহনবাগান। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁর পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।

আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার Jason Cummings

স্বাভাবিকভাবেই এই সিজনে ও তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই নিজের পুরনো ছন্দের ধরা দেন কামিন্স। সতীর্থ ফুটবলার জেমি ম্যাকলারেনের সঙ্গে কামিন্সের জুটি অনেকটাই শক্তিশালী করে দিয়েছে সবুজ-মেরুন শিবিরকে। যারফলে বহু আগে থেকেই আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবীদার হিসেবে উঠে এসেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এই খেতাবের অধিকারী হয় মোহনবাগান।

   

প্রাথমিকভাবে খোঁজ খবর শুরু

সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি জয়ের হাতছানি তাঁদের কাছে। চোট আঘাতের সমস্যা দলকে কিছুটা চাপে রাখলেও সেইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা‌। তবে এসবের মাঝেই বাগানের অন্যতম তারকা ফুটবলার জেসন কামিন্সকে নিয়ে প্রাথমিকভাবে খোঁজ খবর শুরু করে দিয়েছে স্কটল্যান্ডের দ্বিতীয় ডিভিশন লিগের ফুটবল ক্লাব ডানফার্মলাইন অ্যাথলেটিক। বর্তমানে সেই দেশের ফুটবল লিগে খুব একটা ভালো অবস্থানে নেই এই ফুটবল দল।

Advertisements

মে মাসে তাঁর সঙ্গে চুক্তি শেষ

সেখান থেকে ঘুরে দাঁড়াতেই এবার তারকা ফরোয়ার্ডের খোঁজে রয়েছে দল। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জেসন কামিন্সের নাম। এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে চারটি গোলের পাশাপাশি ইতিমধ্যেই ছয়টি অ্যাসিস্ট রয়েছে এই তারকা ফুটবলারের। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাসে তাঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে নেওয়ার কথা ভাবতে পারে এই বিদেশি ফুটবল ক্লাব। কিন্তু আদৌ তিনি মোহনবাগান ছাড়তে চাইবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।