SC EASTBENGAL অনুশীলনে নেমে পড়লেন হেডকোচ মারিও রিভেরা

সোমবার অনুশীলনে নেমে পড়লেন এসসি ইস্টবেঙ্গলের নব নিযুক্ত হেডকোচ মারিও রিভেরা। সঙ্গে শুভ ঘোষও নামলো। ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টেবিলে লাল হলুদ বিগ্রেড এখন লাস্ট বয়।১১…

সোমবার অনুশীলনে নেমে পড়লেন এসসি ইস্টবেঙ্গলের নব নিযুক্ত হেডকোচ মারিও রিভেরা। সঙ্গে শুভ ঘোষও নামলো। ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টেবিলে লাল হলুদ বিগ্রেড এখন লাস্ট বয়।১১ ম্যাচ খেলার পরেও জয় অধরা পদ্মা পাড়ের ক্লাবের। জয়ের সরণীতে দলকে ফিরিয়ে আনানোটাই এখন চ্যালেঞ্জ স্প্যানিয়ার্ড মারিও রিভেরার কাছে।

এসসি ইস্টবেঙ্গল টুইট পোস্ট করে জানিয়েছে,”𝐁𝐀𝐂𝐊 𝐓𝐎 𝐖𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐁𝐄𝐋𝐎𝐍𝐆
বুধবার আমরা এফসি গোয়ার দিকে মনোযোগ দেওয়ার সময় ছেলেরা ট্রেনিং পার্কে মারিও রিভারার সতর্ক দৃষ্টিতে ঘাম ঝরিয়েছে”।

   

চলতি আইএসএলে ৬ ম্যাচ ড্র এবং ৫ ম্যাচে হার পয়েন্টের নিরিখে ৬। হোসে মানুয়েল দিয়াজের হাত থেকে তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং হয়েছিলেন। কিছুটা ছন্দে ফিরেছিল লাল হলুদ বিগ্রেড। প্রাক্তন লাল হলুদ ফুটবলারেরা রেনেডি সিং’র তিন ম্যাচের কাজের প্রশংসা করেছেন।

এবার ফের স্প্যানিশ হেডকোচ মারিও রিভেরার শরণাপন্ন লাল হলুদ শিবির।আর হবে নাই বা কেন?

ইতিপূর্বে, স্প্যানিয়ার্ড মারিও রিভেরা ইস্টবেঙ্গলকে আই-লিগের দুই মরসুমে দ্বিতীয় স্থান অর্জনের পথ দেখিয়েছিলেন। রিভেরা, একজন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ, মাত্র ৭ ম্যাচে দলকে দ্বিতীয় অবস্থানে নিয়ে গিয়েছিলেন বিগত আই লিগে ইস্টবেঙ্গলকে।

রিভেরা ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেজের সাথে ২০১৮-১৯ ফুটবল মরসুমে ৩২ টি গেমের জন্য ডেপুটি হিসাবে কাজ করেছেন। ওই অভিঞ্জতা থেকেই চলতি আইএসএলে মারিও রিভেরার নিযুক্তি হেডকোচ হিসেবে।

টানা তিন ডার্বি ম্যাচ জিততে পারেনি লাল হলুদ বিগ্রেড। গত আইএসএলের দুই ডার্বি ম্যাচ এবং চলতি আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ গত বছর নভেম্বরের ২৭ তারিখ হয়, যার ফলাফল ৩-০ গোলে জেতে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ১৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এফসি গোয়ায় বিরুদ্ধে, বাম্বোলিম্বে। ২৯ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ,ফতোর্দরার পিজিএন স্টেডিয়ামে। টানা তিন ডার্বি ম্যাচ হারের পর ফিরতি ডার্বি ম্যাচে জয়ের স্বাদ চাইছে লাল হলুদ সমর্থকরা।

রিভেরা আগেও আই-লিগে ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। কাজেই ডার্বি ম্যাচের আবেগ,এই ম্যাচের গুরুত্ব কতটা এবং লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ঘিরে কোনটাই অজানা নয়। চেনা পরিবেশ, পরিচিত আবেগ!তাই রিভেরার জাদুতে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে এসসি ইস্টবেঙ্গল।