Derby : মহাডার্বি ম্যাচ ঘিরে চাঞ্চল্যকর টুইট পোস্ট এসসি ইস্টবেঙ্গলের

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি (Derby) ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan) ,প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে…

Derby

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি (Derby) ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan) ,প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী ATK মোহনবাগান-SC ইস্টবেঙ্গল, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। ঠিক তার আগে SC ইস্টবেঙ্গলের টুইট পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের ফুটবল মহল জুড়ে।

Advertisements

এসসি ইস্টবেঙ্গলের ওই টুইট পোস্ট হল,”𝐃-𝓓𝓪𝔂! (ডি-ডে!)

   

#ATKMBSCEB #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব 🔴🟡”

৩৮১ তম ডার্বি ম্যাচে বল গড়ানোর আগে এসসি ইস্টবেঙ্গলের ISL টুর্নামেন্টের স্ট্যাটাস হল লীগের লাস্ট বয়। আর প্রতিপক্ষ ATK মোহনবাগান অষ্টম স্থানে ISL পয়েন্ট টেবিলে। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলেই এক লাফে টাইটেলসিপের প্রথম চারে চলে যাবে মেরিনার্স ক্যাম্প।

মরসুমের মাঝপথে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য উড়িয়ে আনা হয়েছে স্প্যানিশ মিডিও ফ্রান সোটাকে। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র গোলে(১-২) সেশনের বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছিল লাল হলুদ জনতা। পরের ম্যাচেই নিজামর্স’দের বিরুদ্ধে জাদুকর মারিও রিভেরার ম্যাজিক ফিকে হয়ে যায় ০-৪ গোলে হেরে গিয়ে,সঙ্গে ফের জুড়ে যায় জার্সিতে সেটে পড়ে ISL’এ লাস্ট বয়ের লেভেল।

মরসুমের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ATK মোহনবাগানের বিরুদ্ধে। ২০২০-২১ ISL’এ সেশনের দুই লেগের ডার্বি ম্যাচেই রঙও সবুজ মেরুন। তাই লাল হলুদ জনতা ISL সেশনের মাঝপথে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে আসা স্প‍্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটা’র পানে ‘চাতক পাখির’ মতো চেয়ে রয়েছে। সমর্থকদের একটাই প্রত্যাশা টানা তিন ডার্বি ম্যাচে হারের লজ্জা,গ্লানি থেকে শাপমুক্তি।

Advertisements

অন্যদিকে, ৫ ম্যাচের নির্বাসন কাটিয়ে ফের ময়দানে ফিরে এসেছেন এসসি ইস্টবেঙ্গলের একমাত্র স্কোরার আন্তোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)। নিজের প্রতিক্রিয়াতে এসসি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলের সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন,”আমি আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই, দলের হয়ে স্কোর (গোল) করতে চাই, যাতে কলকাতার সমর্থকরা খুশি হয়।”

লাল হলুদ জনতার আবেগের ‘নাড়ি টিপে’ এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা বুঝে গিয়েছেন হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ‘X’ (এক্স) ফ্যাক্টর হল দলের বিদেশী ফুটবলারেরা। তাই শুক্রবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রিভেরার সোজাসাপ্টা কথা,”আমি বিদেশীদের (ফুটবলারদের)সাথে কথা বলছি এবং তাদের বোঝানোর চেষ্টা করছি কলকাতা ডার্বি মানে দল, সমর্থকদের কাছে আবেগ।” ডার্বি ম্যাচ নিয়ে কীভাবে দলের বিদেশী খেলোয়াড়দের মোটিভেট করছেন তা নিয়ে রিভেরা বলেন, “আমি তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির ভিডিও দেখাচ্ছি, পরিবেশের অনুভূতি বোঝানোর জন্য।”

লাল হলুদ জনতার কাছে “The real Magician” হলেন হেডকোচ মারিও রিভেরা।তাই ৩৮১ তম হাইভোল্টেজ ডার্বি ম্যাচে অঘটনের আশায় প্রহর গুনছে লাল হলুদ জনতা।