বন্ধ হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) অনুশীলন। এখনও পর্যন্ত যা খবর, করোনা সংক্রমণের কারণে অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। লাল-হলুদেও করোনা প্রবেশ করেছে বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান সুপার লিগে খেলা কলকাতার অপর ক্লাব এটিকে-মোহনবাগানে আগেই থাবা বসিয়েছিল ভাইরাস। এবার এসসি ইস্টবেঙ্গলেও। সূত্রের খবর, দলের বাস চালকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই আর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নতুন ফুটবলার দলে নিয়েছে ইস্টবেঙ্গল। আক্রমণভাগে শক্তি বৃদ্ধি করতে দলে নেওয়া হয়েছে মার্সেলোকে। ব্রাজিলের এই স্ট্রাইকার ভারতীয় ফুটবলে নতুন। জৈব বলয়ের বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে।
কিছু দিন আগে সন্দেশ ঝিঙ্গানকে দলে নিয়েছিল বাগান। তিনি ছিলেন ক্রোয়েশিয়ার ক্লাবে। সন্দেশ সবুজ-মেরুন শিবিরে আসার পরেই আক্রান্ত হন দলের একাধিক ফুটবলার। তাঁরও কোভিড রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছিল সূত্র মারফত। একাংশের অনুমান, জৈব বলয়ের বাইরে থেকে প্রবেশ করার ফলেই এই পরিস্থিতি।
চলতি আইএসএল- এ একের পর এক ক্লাব থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। মোহনবাগানের পর কেরল ব্লাস্টার্সের পক্ষ থেকে করা হয়েছিল রিপোর্ট। শোনা যাচ্ছে সুনীল ছেত্রীদের দলেও হানা দিয়েছে করোনা ভাইরাস।