SC East Bengal : লাল হলুদ বিগ্রেডের নতুন গোলকিপার কোচ হতে পারেন মিহির সাওয়ান্ত

এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) আকাশে এখন দুর্যোগ পরিস্থিতি। চলতি আইএসএলের লিগ টেবিলে লাল হলুদ বিগ্রেড লাস্ট বয়, শিবিরে করোনা ভাইরাসের হানা,দলেরই সিনিয়র ফুটবলার বিদ্রোহের…

SC East Bengal

এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) আকাশে এখন দুর্যোগ পরিস্থিতি। চলতি আইএসএলের লিগ টেবিলে লাল হলুদ বিগ্রেড লাস্ট বয়, শিবিরে করোনা ভাইরাসের হানা,দলেরই সিনিয়র ফুটবলার বিদ্রোহের মশাল হাতে তুলতেই পগাড়পার এসসি ইস্টবেঙ্গল সিইও শিবাজি সমাদ্দার।

এমন পরিস্থিতিতে অসমর্থিত সূত্রে খবর, এসসি ইস্টবেঙ্গল দলের গোলকিপার কোচ লেস ক্লিভলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে গোলকিপার কোচ হতে চলেছেন মিহির সাওয়ান্ত। যদিও আনুষ্ঠানিকভাবে এসসি ইস্টবেঙ্গল এই ইস্যুতে এখনও কিছুই জানায় নি।

   

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ১১ টি ম্যাচ খেলে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল,জয় অধরা। হেডকোচ হোসে মানুয়েল দিয়াজ থেকে অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং তিন ম্যাচের জন্য নিয়োগ হয়েছিলেন। এবার হেডকোচ হিসেবে মারিও রিভেরার পালা।

৬ ম্যাচ ড্র,৫ ম্যাচে হার, গোটা ১১ ম্যাচের পারফরম্যান্সে জয় পায়নি লাল হলুদ বিগ্রেড। এই হাল দলের। এমন ভাঙাচোরা মন নিয়ে থাকা ফুটবলারদের হেডস্যার হিসেবে মাঠে দেখা যাবে স্প্যানিয়ার্ড রিভেরাকে। যিনি ইস্টবেঙ্গলকে আই-লিগের দুই মরসুমে দ্বিতীয় স্থান অর্জনের পথ দেখিয়েছিলেন। রিভেরা, একজন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ, মাত্র সাত ম্যাচ হাতে পেয়ে দলকে দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন বিগত আই লিগে ইস্টবেঙ্গলকে।

ইতিমধ্যেই, সমর্থকদের আশ্বস্ত করতে ফুটবলারদের টুইটে ভিডিও বার্তা ভাইরাল হয়েছে।সংক্ষিপ্ত সময়ে ওই টুইট ভিডিওতে পরিষ্কার এখন ফুটবলারদের টার্গেট লিগ টেবিলে যতটা সম্ভব ওপরের দিকে ওঠা যায়।

গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ওই টুইট ভিডিও বার্তায় বলেন, ”টিমের জন্য আমাদের সকলের একই লক্ষ্য লিগের যতটা ওপরে শেষ করতে পারি,যত ভাল পারফর্ম করতে পারি”।

২০২২ নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে ওই টুইট ভিডিওতে লাল হলুদ ফুটবলার ড্যারেন সিডোল বলেছেন,”আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে দলের সমর্থকরা গর্বিত বোধ অনুভব করে”।

প্রসঙ্গত, কানাঘুষো চলছে ফিফার জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে স্প্যানিয়ার্ড আক্রমণাত্মক মিডফ্লিডার জোসেবা বেইতিয়া লাল হলুদ শিবিরে যোগ দিতে পারে। ড্যানিয়েল চিমা চুকুউ’র পরিবর্তে এলেন মার্সেলো রিবেইরো এসসি ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন।

তরুণ এই ব্রাজিলিয়ন স্ট্রাইকার মার্সেলো রিবেইরা ডস স্যান্টোস লাল হলুদ শিবিরে যোগ দিয়েছে লোনে গিল ভিসেন্টে এফসি দল থেকে।এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে।

আবার,জানুয়ারির ট্রান্সফার উইন্ডো দিয়ে লাল হলুদ শিবিরে আসার সম্ভাবনা রয়েছে জবি জাস্টিনের।লাল-হলুদ জার্সিতে জবি জাস্টিনের উত্থান। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার আমলে চমকে দিয়েছিলেন তিনি। এরপর ক্লাব বদল। চলে গিয়েছিলেন এটিকে-তে। লোপেস হাবাস তাঁকে দলে নিলেও সুযোগ পাননি খুব বেশি। এরপর আইএসএল- এর একাধিক ক্লাবে নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া কোনো দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি প্রথম একাদশে৷ এখন রয়েছেন চেন্নাইয়ান এফসিতে। সেখানেও একই হাল৷ সাইড লাইনের ধারেই কাটাতে হচ্ছে বেশি সময়৷ ভারতীয় ফুটবল মানচিত্র থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন তিনি। সেই জবি জাস্টিনকেই এবার আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। কথা বেশ কিছুটা এগিয়েছে বলেই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

অসমর্থিত সূত্রে খবর, এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা চাইছেন আক্রমণ ভাগকে মজবুত করতে। একজন বল বাড়ানোর লোক এবং একজন স্ট্রাইকারের কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন এমনটাই খবর।