Monday, December 8, 2025
HomeSports NewsSC East Bengal Vs Odisha FC: হীরার লড়াই কাজে এল না, হেরে...

SC East Bengal Vs Odisha FC: হীরার লড়াই কাজে এল না, হেরে গেল এসসি ইস্টবেঙ্গল

- Advertisement -

ওডিশা এফসি’র (Odisha FC) বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ম্যাচের ২৩ মিনিটে ওডিশার হয়ে প্রথম গোল জোনাথাস ক্রিশ্চানের। ৬৪ মিনিটে পেরোসেভিচের গোল শোধ লাল হলুদের হয়ে,ম্যাচে ১-১ গোলের সমতায় ফেরে মারিও রিভেরার স্কোয়াড। ৭৫ মিনিটে জাভিয়ের হার্নান্দেজের করা গোলে এগিয়ে যায় ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’রা। এরপর আর খেলায় ফিরতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।

সোমবার তিলক ময়দানে লাল হলুদ জার্সি গায়ে হীরা মণ্ডলের দ্যুতি নজর কেড়ে নিলো সক্কলের। শরীর ছুঁড়ে গোললাইন সেভ হীরার, এমন উজ্জ্বল পারফরম্যান্সের পরেও কাজে এলো না হীরার লড়াই।

   

ওডিশার বিরুদ্ধে মারিও রিভেরা স্কোয়াডে নবাগত নাওচাকে লেফট ব্যাকে রেখে রাইট ব্যাকে হীরা মণ্ডলকে ঠেলে দেয়। হীরা লেফট ব্যাকের নিয়মিত খেলোয়াড়, তা সত্ত্বেও ফেরবদল রিভেরার গেমপ্ল্যানে।যা এখন সমালোচনার কেন্দ্রে।

অন্যদিকে, যেভাবে হীরা মণ্ডল শরীর ছুঁড়ে দিয়ে গোললাইন সেভ করেন তাতে করে লাল হলুদ সমর্থকরা বলতে শুরু করেছে,”Hira is real our real 💎” যা সোশাল মিডিয়াতে এখন ভাইরাল।

তবে এদিনের খেলায় বিপক্ষ দলের হাভি হার্নান্দেজের মতো একজন মিডফিল্ডারে অভাব এসসি ইস্টবেঙ্গলের খেলায় বারে বারে ফুটে উঠেছে। হাভিকে আটকাতে না পারার মাসুল গুনলো লাল হলুদ ব্রিগেড, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুধু গোল করেই নয় বল ডিস্ট্রিবিউশন করে একজন আদর্শ টিমম্যানের পোস্টার তুলে ধরলো স্প্যানিশ মিডফ্লিডার হাভি হার্নান্দেজ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular