বান্ধবী আর নেই সেকথা জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে

শিবাজী পার্কে গতকাল সমাপ্ত হয়েছে সুরসম্রাজ্ঞীর পৃথিবী পর্ব। হয়তো এরপর তিনি তার সুরের ডালি নিয়ে আচ্ছন্ন রাখবেন দেবতাদের। মন খারাপ সমগ্র দেশের মন খারাপ বাঙালিরও।…

শিবাজী পার্কে গতকাল সমাপ্ত হয়েছে সুরসম্রাজ্ঞীর পৃথিবী পর্ব। হয়তো এরপর তিনি তার সুরের ডালি নিয়ে আচ্ছন্ন রাখবেন দেবতাদের। মন খারাপ সমগ্র দেশের মন খারাপ বাঙালিরও। তার বয়স হয়েছিল তবুও তো তিনি ছিলেন। তার সুস্থতার জন্য আকুল প্রার্থনা ছিল এই বাংলার। কিন্তু হলো না। এদিকে বাঙালির আরেক একান্ত আপন প্রিয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি এখনো হাসপাতালে। কেমন আছেন তিনি?।

লতা মঙ্গেসকারের মতো সন্ধ্যা মুখোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি আছেন। সর্বশেষ খবর জানা গেছে যে তিনি এখন করোনা মুক্ত। তবে তারও বয়স হয়েছে। শরীর এখন তার খুবই অসক্ত, দুর্বল হয়ে আছে।

তাঁর মেডিক্যাল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, রক্তচাপ এখন অনেকটাই স্থিতিশীল পাশাপাশি স্বাভাবিকভাবে বাতাস থেকে অক্সিজেন আগের থেকে বেশি নিতে পারছেন, ফলে যন্ত্রের মাধ্যমে অক্সিজেন থাকে এখন নিতে হচ্ছে কম। সামগ্রিকভাবে শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে নিয়ে উদ্বেগ এখনও কাটেনি চিকিৎসকদের।

তাকে কি জানানো হয়েছে লতা মঙ্গেসকারের মৃত্যুর খবর? এ ব্যাপারে হাসপাতাল সূত্রে জানা গেছে যে তাঁকে এই মৃত্যু সংবাদ জানানো হয়নি। অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুজনের। তার মৃত্যুর সংবাদ জানলে তার শরীরের পক্ষে তা উদ্বেগজনক হতে পারত বলেই মনে করেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য ২৭ জানুয়ারি থেকে করোনা আক্রান্ত হয়ে শ্রদ্ধেয়া গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি আছেন। তাঁর হৃদযন্ত্রের গোলযোগের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে সম্প্রতি পড়ে গিয়ে তার কোমরের হাড়ের ভাঙন।