ম্যাচে নামার কিছুক্ষণ আগে চোট। ম্যাচে (SC East Bengal) নামতে পারলেন না ড্যারেন সিডিওল। ম্যাচের আগে গা ঘামাতে গিয়ে নাকি চোট পেয়েছেন তিনি। ডাচ ফুটবলারের আসলে হয়েছেটা কী? প্রশ্ন ফুটবল প্রেমীদের।
সিডিওল ধাঁধা কিছুটা ভেদ করার চেষ্টা করলেন এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। ম্যাচ শেষে সিডিওল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। মারিও জানিয়েছেন যে গোড়ালিতে চোট পেয়েছেন ড্যারেন। চোট কতটা গুরুতর তা বোঝা যাবে টেস্টের পরে।
![SC East Bengal](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/20220301_123313-scaled.jpg)
ইস্টবেঙ্গলের বাকি আর একটি ম্যাচ। সোমবারের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও জিততে পারেনি লাল হলুদ ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় লাস্ট বয় মশান বাহিনী। জিততে পারলে সমর্থকরা কিছুটা হয়তো স্বস্তি পেতেন। কিন্তু সে অবকাশও রইল না। উপরন্তু ড্যারেন সিডিওল ধাঁধা বাড়িয়েছে জল্পনা।
মারিও রিভেরা জানিয়েছেন, ড্যারেনের চোট কতোটা গুরুতর তা পরীক্ষার পর বোঝা যাবে। বিষয়টা জটিল না হলে অবশিষ্ট ম্যাচে তাঁকে মাঠে নামানোর সম্ভাবনা থাকছে।