SC East Bengal: আমাদের উন্নতি প্রতি ম্যাচে স্পষ্ট: মারিও রিভেরা

শেষ ম্যাচে জিতলেও হয়তো ইন্ডিয়ান ক্রম লিগ তালিকার একেবারে অন্তিমে থাকবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ক্লাবের ইতিহাসে যা এক লজ্জার অধ্যায়। দলের হতশ্রী পারফরম্যান্স…

SC East Bengal: আমাদের উন্নতি প্রতি ম্যাচে স্পষ্ট: মারিও রিভেরা

শেষ ম্যাচে জিতলেও হয়তো ইন্ডিয়ান ক্রম লিগ তালিকার একেবারে অন্তিমে থাকবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ক্লাবের ইতিহাসে যা এক লজ্জার অধ্যায়। দলের হতশ্রী পারফরম্যান্স এর পরেও ইতিবাচক দিক তুলে ধরতে চেষ্টা করলেন কোচ মারিও রিভেরা। 

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামবে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে এটাই তাদের শেষ ম্যাচ। মারিও বলেছেন, ‘ আমার দায়িত্বে থাকাকালীন যদি দলের পারফরম্যান্স দেখা যায়, তাহলে সেটা অবশ্যই ভালো না। কিন্তু কেউ যদি ম্যাচ প্রতি ম্যাচ দলের খেলা পর্যবেক্ষণ করেন, তাহলে উন্নতি স্পষ্ট দেখতে পাবেন। বল পায়ে আমরা ক্রমে আত্মবিশ্বাসী হয়েছি। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করার প্রবণতা বেড়েছে। গোল করার সুযোগ পেয়েছি আগের থেকে বেশি।’ 

শেষ ম্যাচের নামার সময়েও হয়তো পূর্ণ শক্তির দল হাতে পাবেন না মারিও রিভেরা। স্কোয়াডে একাধিক চোট আঘাত সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম একাদশে হয়তো কিছু পরিবর্তন আনা হতে পরে ।

Advertisements

মারিও জানিয়েছেন, ‘ তরুণ ফুটবলারদের আমি সময় দিতে চাই। অনুশীলনে তারা যথেস্ট পরিশ্রম করেছে। ম্যাচে নামার অধিকার রয়েছে ওদের।’