Bihar: বিস্ফোরণে রক্তাক্ত ভাগলপুরে কমপক্ষে মৃত ১০, আরও মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে গতরাত থেকে চরম আতঙ্ক বিহারের (Bihar) ভাগলপুরে। কমপক্ষে দশ জন মৃত। আরও অনেকে গুরুতর জখম। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভাগলপুরের তাতারপুর…

ভয়াবহ বিস্ফোরণে গতরাত থেকে চরম আতঙ্ক বিহারের (Bihar) ভাগলপুরে। কমপক্ষে দশ জন মৃত। আরও অনেকে গুরুতর জখম। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজওয়ালিচকের পরিস্থিতি লন্ডভণ্ড। বেশ কয়েকটি বাড়ি ভেঙে পডেছে। কয়েকটি দোকান ভেঙে গেছে। ধংসস্তুপ সরানোর কাজ চলছে।

ভাগলপুর প্রশাসন জানাচ্ছে, কোনও নাশকতা নয়। এটি দুর্ঘটনা। একটি বাজি বানানোর কারখানায় হয় এই বিস্ফোরণ। বারুদে আগুন ধরে এমন পরিস্থিতি তৈরি হয়। জেলা পুলিশ আরও জানাচ্ছে, এর আগে ২০০৮ সালে একই বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেবার তিনজনের মৃত্যু হয়। একই বাড়িতে আবার বিস্ফোরণ হয়েছে।

গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ভাগলপুরের কাজওয়ালি চক এলাকা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে,  যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ নবীন অতীশবাজ নামের এক ব্যক্তির বাড়ি উড়ে যায় বড় বিস্ফোরণে। গোটা বাড়িটাই মাটি চাপা পড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দোতলা বাড়ি ছাড়াও আরও তিনটি বাড়ি সরাসরি বিস্ফোরণের কবলে পড়ে।

পুরো এলাকা ঘিরে রেখে পুলিশ তদন্ত করছে। ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল। এমনই জানিয়েছেন এলাকাবাসী।