ইসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) মরশুম প্রায় শেষ। তবু লজ্জা যাচ্ছে না কিছুতেই। ফের ট্রোলের সম্মুখীন কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।
টুইটারে একটি মিম বেশ জনপ্রিয় হয়েছে। একটি পেজের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে ‘গোল্ডেন বুট রেস’ -এর তালিকা। এক নম্বরে রয়েছেন জামশেদপুরের বার্তলোমিও ওগবেচে। ১৭ টি গোল রয়েছে এই নাইজেরিয়ান হাইপ্রোফাইল স্ট্রাইকারের নামের পাশে। দ্বিতীয় স্থানে এসসি ইস্টবেঙ্গল!
টুর্নামেন্টের সব থেকে বেশি গোলদাতা সম্মানিত হন গোল্ডেন বুট পুরস্কারের মাধ্যমে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বিবেচনা করা হয়। কোনো দলের পারফরম্যান্স নয়। দ্বিতীয় স্থানে এসসি ইস্টবেঙ্গলকে রেখে এটা বোঝানো হয়েছে একটি দলের সমান গোল করেছেন একজন মাত্র ফুটবলার। লাল হলুদ শিবিরও করেছে ১৭ টি গোল। এছাড়াও চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলকেও তালিকায় রাখা হয়েছে।
চেন্নাইয়ান করেছে ১৭ গোল। এছাড়াও ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে বার্তলোমিও ওগবেচে ছাড়াও রয়েছে গ্রেগ সুয়ার্ট (১০ টি গোল) এবং ইগোর আঙ্গুলো (১০ টি গোল) ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই পোস্ট করা হয়েছে বলে দাবি।