কলকাতা ডার্বির উত্তাপ ছাড়ায় মাঠের গণ্ডি! মোহনবাগান তারকা দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) সঙ্গে ডার্বি ম্যাচ চলাকালীন যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে এবার মুখ খুললেন ইস্টবেঙ্গল ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়। জানালেন, আসলে কী হয়েছিল মাঠে, ছিল কি উত্তেজনার ঝলক? তার বক্তব্যে মিলেছে এক নতুন দৃষ্টিভঙ্গি। ভিডিওতে শুনে নিন সায়নের পুরো প্রতিক্রিয়া।
Advertisements

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
