পায়ের ‘ফুটবল ছেড়ে’ কেন হাতে বন্দুক তুলে নিলেন ক্রেসপো?

Saul Crespo Vietnam Adventure: Aiming High at Shooting Range in 2025
Saul Crespo Vietnam Adventure: Aiming High at Shooting Range in 2025

বছর কয়েক আগে ওডিশা এফসি থেকে সাউল ক্রেসপোকে (Saul Crespo) দলে টেনেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেবার কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনবদ্য ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথম দিকে ধাক্কা খেতে হলেও পরবর্তীতে সেবার সুপার কাপ জয় করেছিল মশাল ব্রিগেড। এককথায় যা বিরাট বড় সাফল্য ছিল সকলের কাছে। পরবর্তীতে অর্থাৎ গত মরসুমে ও তাঁর উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি এই স্প্যানিশ ফুটবলার। চোট আঘাতের পাশাপাশি অফ ফর্ম যথেষ্ট ভুগিয়েছিল সকলকে।

Also Read | শেষ মুহূর্তে সুপার সিক্সের দৌড়ে নাটক! ভবানীপুরের ভাগ্য নির্ধারণ এই দিন

   

যারফলে নতুন সিজনে আদৌ তিনি দলে থাকবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত সমস্ত কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের এই ডুরান্ডের শুরুতে শহরে এসে গিয়েছিলেন ক্রেসপো। প্রথম থেকেই তাঁকে নিয়ে এবার খুব একটা উন্মাদনা না থাকলেও ঐতিহ্যবাহী এই ডুরান্ড কাপে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই দাপুটে ফুটবলার। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা ছিল ক্রেসপোর। গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে ও ব্যাপক সক্রিয় ছিলেন তিনি।

যদিও সেমিফাইনালি ছিটকে যেতে হয়েছিল মশাল ব্রিগেডকে। তবে এই সিজনে এখনও পর্যন্ত যথেষ্ট ইতিবাচক ফুটবল খেলেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই শুরু হবে সুপার কাপ। সেজন্য এই মাসের প্রথম দিকে অনুশীলন শুরু করার কথা থাকলেও টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় পিছিয়ে গিয়েছে অনুশীলনের সময় সূচি। যারফলে এখনও পর্যন্ত নিজেদের মতো করেই ছুটি কাটাচ্ছেন দলের সকল ফুটবলাররা। গত কয়েকদিন আগেই থাইল্যান্ডে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে। এবার ভিয়েতনামে ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন সাউল ক্রেসপো।

কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে নিজের বান্ধবীর সাথে ভিয়েতনামের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি শেয়ার করেন এই তারকা। সেখানেই একটি ছবিতে বন্দুক হাতে এইম করা অবস্থায় দেখা যায় লাল-হলুদের এই ফুটবলারকে। আসলে লক্ষ্য ভেদের একটা শুটিং ফিল্ডেই নিজের নিশানা পরোখ করে নিচ্ছিলেন এই স্প্যানিশ। এভাবেই এই চলতি সিজনে প্রতিপক্ষের গোলপোস্টকে নিশানায় রাখতে চাইবেন সুপার কাপ জয়ী এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন