সবে দুই থেকে তিন দিন হল অনুশীলন শুরু হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে। আর এরই মধ্যে ভাবাচ্ছে খেলোয়াড়দের ফিটনেস প্রসঙ্গ। শনিবার অনুশীলন করতে গিয়ে এক ফুটবলার চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।
শনিবার খুব বেশি অনুশীলন করেননি কোচ স্টিফেন কনস্টানটাইন। মাঠের সাইড লাইন বরাবর দৌড় এবং ওয়ার্ম আপ। এর পরেই ছাত্রদের ছুটি দিয়ে দিয়েছিলেন লাল হলুদ শিবিরের হেড স্যার। এরই মধ্যে চোটের খবর।
শোনা যাচ্ছে, অনুশীলনের সময়ে চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের এবারের নতুন রিক্রুট সার্থক গোলুই। চোট কতোটা গুরুতর সেটা আপাতত জানা যায়নি। কী কারণে চোট লাগল সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। অন্য দিকে শোনা গিয়েছে, অন্য মাঠে অনুশীলন করাতে পারে ইস্টবেঙ্গল।
মোহনবাগানের জার্সি গায়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এই বঙ্গ ডিফেন্ডার। ২০১৭-১৮ মরসুমে পুনে সিটি হয়ে আইএসএলে অভিষেক হয় তাঁর। প্রথম মরসুমেই পুনে ম্যানেজমেন্টের আস্থার দাম রেখেছিলেন সার্থক। সেবার দলকে সেমিফাইনালে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সার্থক। এরপর মুম্বই সিটি এফসি ঘুরে লাল-হলুদ জার্সি গায়ে চাপান তিনি।