কলকাতা ফুটবল লিগের (CFL) প্রথম ডিভিশনে খেলে করেছিলেন ৬ গোল। দলকে তুলেছিলেন প্রিমিয়ার ডিভিশনে। কিন্তু বড় দলে খেলা হয়নি সারকিন আলমের। এ বছর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলবেন রেলওয়ে এফসির হয়ে।
২০১৮ সালে সার্দান সমিতির হয়ে খেলে করেছিলেন ৬ গোল। প্রথম ডিভিশন থেকে ক্লাব উঠেছিল প্রিমিয়ার ডিভিশনে। সারকিন জানিয়েছেন, ২০১৮ সালের এই পারফরম্যান্সের পর কলকাতার অন্য অনেক দলের কাছ থেকে অফার এসেছিল। আশা দল বদল না করে সার্দান সমিতির হয়েই আবার খেলবেন। সেটাও হয়নি। ৬ গোল করার পরের মরসুমে প্রিমিয়ার ডিভিশনেই আর খেলা হয়নি সারকিনের।
Jordan Elsey: এলসকে রেখেই এগোতে পারে ইস্টবেঙ্গল
সারকিনের সঙ্গে যখন ফোনে কথা হল তখন তাঁর গলায় আক্ষেপের সুর। “৬ গোল করার পরেও প্রিমিয়ার ডিভিশনে খেলতে পারলাম না। কেরিয়ার গ্রাফ উঠতে গিয়েও আর ওঠেনি। কেন যে তখন অন্য ক্লাবে জয়েন করলাম না!”, আক্ষেপ করে বলেছেন বারাসত গোলাবাড়ির সারকিন আলম।
সারকিন আলমের বাবা একজন কৃষক। সারকিন নিজেও মাঝেমধ্যে চাষের কাজে হাত লাগান। ফুটবল মাঠকে আঁকড়ে ধরেই স্বপ্ন দেখতে চাইছেন তিনি। এক সময় ফুটবল খেলার কথা ভেবেছিলেন। সারকিন জানিয়েছেন, পেট চালানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে মার্বেল বসানোর কাজ করেছেন।
Jason Cummings: ইনস্টাগ্রামে অন্য ক্লাবের ছবি পোস্ট করলেন কামিন্স
কলকাতা ফুটবল লিগের গত মরসুমে খেলেছেন রেলওয়ে এফসির হয়ে। করেছিলেন একটি গোল, তিনটি অ্যাসিস্ট। স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করলেও পরে কোচের নির্দেশে উইং বরাবর খেলতে শুরু করেন সারকিন। আসন্ন মরসুমে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন বাংলার এই উঠতি ফুটবলার।