এই মুহূর্তে ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জারি রয়েছে। সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে দ্বিতীয় ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোকেশ রাহুল। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে রবীন্দ্র জাদেজাকে অস্বস্তির মধ্যে দেখা গিয়েছিল, অন্যদিকে কেএল রাহুলও সামান্য চোট পেয়েছিলেন। দ্বিতীয় টেস্ট থেকে এই দুই ক্রিকেটার ছিটকে যাওয়ার পর দলে ঢুকেছেন তিন ক্রিকেটার।
দ্বিতীয় টেস্টের আগে জাতীয় দলে সুযোগ পাওয়া সবচেয়ে জনপ্রিয় নাম সরফরাজ খান, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করেছেন। সরফরাজ খানকে দলে নেওয়ার দাবি উঠেছিল অনেক দিন ধরেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজ একের পর এক চমৎকার ইনিংস খেলেছেন, তা সত্ত্বেও উপেক্ষিত ছিলেন সরফরাজ। অবশেষে দলে জায়গা পেয়েছেন তিনি।
NEWS 🚨 – Ravindra Jadeja & KL Rahul ruled out of the second Test.
More details on the replacements here –https://t.co/nK9WjnEoRc #INDvENG
— BCCI (@BCCI) January 29, 2024
সরফরাজ ছাড়াও দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের রেকর্ড বেশ চিত্তাকর্ষক। তিনি এখন পর্যন্ত ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যার মধ্যে সরফরাজ ৬৬ ইনিংসে ৩৯১২ রান করেছেন। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে এসেছে ১৪টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের সর্বোচ্চ স্কোর ৩০১ রান। লাল বলের ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৭৯.৬৫।
সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল হায়দরাবাদে। ইংল্যান্ড এই ম্যাচ জিতেছে ২৮ রানে। এখন এই ম্যাচ জিতে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ফিরতে চাইবে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে।