দেড়শো করে শচীনের ‘ঐতিহাসিক’ রেকর্ড ভাঙলেন সরফরাজ

দিনের শুরুটা বিরাট কোহলির হতে পারত। কিন্তু হাল না ছেড়ে চোখধাঁধানো পারফরম্যান্স করে দিনের সমস্ত ‘লাইমলাইট’ কেড়ে নিলেন তরুণ ব্যাটার সরফরাজ খান। চলতি ভারত বনাম…

দিনের শুরুটা বিরাট কোহলির হতে পারত। কিন্তু হাল না ছেড়ে চোখধাঁধানো পারফরম্যান্স করে দিনের সমস্ত ‘লাইমলাইট’ কেড়ে নিলেন তরুণ ব্যাটার সরফরাজ খান। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সেঞ্চুরি করার পর আরও পঞ্চাশ রান নিজের নামের পাশে যুক্ত করলেন সরফরাজ।

এছাড়াও ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টের প্রথম ইনিংসে ০ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৫০ বা তার বেশি রান করার রেকর্ড করেছেন। এদিন ১৯৫ বল খেলে ১৫০ রান করে আউট হন এই মুম্বাই ব্যাটার (Sarfaraz Khan IND vs NZ)। এদিন সরফরাজ সফল হলেও পাশাপাশি অল্পের জন্য নিজের শতরান মিস করেন ঋষভ পন্থ। সরফরাজ -পন্থের দৌলতেই ব্যর্থতা কাটিয়ে ৮০রানের লিড নিয়ে নেয় ভারত।

   

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে শুন্য রান করার পর সরফরাজ আউট হয়েছিলেন। এখন দ্বিতীয় ইনিংসে দেড়শ ইনিংস খেলে আউট হয়েছেন সরফরাজ। এতে করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন সরফরাজ। উল্লেখ্য যে ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে শুন্য রান এবং দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেছিলেন টেন্ডুলকার। এদিন ১৯৫ বলে ১৫০ রান করে প্যাভিলিয়নে ফিরলেও মাস্টার-ব্লাস্টারের সেই রেকর্ড ভেঙে দেন তিনি।

এদিন নিজের চতুর্থ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে আসন্ন বর্ডার- গাভাসকার ট্রফির আগে নির্বাচকদের ফের চ্যালেঞ্জ ছুঁড়লেন রঞ্জির অন্যতম সেরা এই ব্যাটার। সরফরাজের সামনে কিউই দলের বোলারদের পুরো গড়পড়তা দেখায়। বেঙ্গালুরু টেস্টে সরফরাজ প্রথমে বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন এবং তারপর ঋষভ পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে ১৭৭ রানের জুটি গড়েন।

১৪ দিন পর অনশনকারীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, অনশনমঞ্চে হাজির স্বরাষ্ট্রসচিব-মুখ্যসচিব

সরফরাজের পাশাপাশি নিজস্ব স্টাইলে হাত খুলতে শুরু করেন ঋষভ পন্থও। তবে লাঞ্চের আগে হাফ সেঞ্চুরি করলেও, সেঞ্চুরির স্বাদ পাননি ভারতের উইকেটরক্ষক। ১০৫ বাবল খেলে ৯৯ রানের মাথায় তাড়াহুড়ো করতে গিয়েই বোল্ড হন পন্থ (Rishabh Pant)। তবে পন্থ-সরফরাজের সৌজন্যে ৪০০ রানের গন্ডি টপকেছে ভারত। এই মুহূর্তে ১০০ রানের লিড নেওয়া ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১৫*) এবং কুলদীপ যাদব (০*)।( স্কোরবোর্ডের আপডেট এই প্রতিবেদন লেখা পর্যন্ত)

সরফরাজ এবং পান্তের ইনিংস ভারতকে নিউজিল্যান্ডের উপরে নেতৃত্ব দিতে সাহায্য করেছে। এক সময় নিউজিল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু কোহলির ৭০ এবং সরফরাজের ঐতিহাসিক ইনিংস এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিয়েছে। ১৫০ রানের ঐতিহাসিক ইনিংসে সরফরাজ মারেন ১৮টি চার ও তিনটি ছক্কা। সরফরাজকে (Sarfaraz Khan IND vs NZ) আউট করেন টিম সাউদি। পন্থকে ফেরান উইলিয়াম ও’রুক।

বিরাটের ছক্কায় টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ‘ইতিহাস’ পাল্টাল ভারত

প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানরা
সরফরাজ খান- 0 এবং 150 (বনাম নিউজিল্যান্ড, 2024)
শচীন টেন্ডুলকার- 0 এবং 136 (পাকিস্তান, 1999)
শুভমান গিল- 0 এবং 119 (বনাম বাংলাদেশ, 2024)
সুনীল গাভাস্কার- 0 এবং 118 (বনাম অস্ট্রেলিয়া, 1977)
শিখর ধাওয়ান- 0 এবং 114 (বনাম নিউজিল্যান্ড, 2014)
মোহাম্মদ আজহারউদ্দিন- 0 এবং 109 (পাকিস্তান, 1989)
বিরাট কোহলি- 0 এবং 104 (বনাম শ্রীলঙ্কা, 2017)
দিলীপ ভেঙ্গসরকার- 0 এবং 103 (বনাম ইংল্যান্ড, 1979)