HomeSports News‘গোপন প্রেম’ প্রকাশ্যে? দেখুন ভাইরাল সারার অন্তরঙ্গ মুহূর্তের অ্যালবাম

‘গোপন প্রেম’ প্রকাশ্যে? দেখুন ভাইরাল সারার অন্তরঙ্গ মুহূর্তের অ্যালবাম

- Advertisement -

ফের শিরোনামে সচিন তেন্ডুলকরের (Sara Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর। ইনস্টাগ্রামে (Social Media) হঠাৎ করেই ভাইরাল (Viral) হয়েছে সারার একাধিক অন্তরঙ্গ ছবি, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন এক রহস্যময় পুরুষ (Mystery Young Man)। ছবি দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন কে এই ব্যক্তি? সারার নতুন প্রেমিক?

প্রোটিয়াদের দাপটে লন্ডভন্ড ইংল্যান্ড, গড়ল লজ্জার রেকর্ড

   

‘কমেডিকালচারডটইন’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি এক ছবির অ্যালবাম পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সারা এক যুবকের সঙ্গে বিভিন্ন মুহূর্তে ধরা দিয়েছেন। কখনও তাঁর গালে ঠোঁট ছুঁইয়ে দিচ্ছেন সেই পুরুষ, আবার কখনও সারার কোমরে আলতোভাবে হাত রেখে দাঁড়িয়ে আছেন। একাধিক ছবিতে দু’জনের শরীরী ভাষা স্পষ্ট করে দিচ্ছে, তাঁরা একে অপরের খুব কাছের।

এই ছবি সামনে আসতেই সরগরম নেটদুনিয়া। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ এই অ্যালবামটি দেখে ফেলেছেন, হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স। অনেকেই জানতে চেয়েছেন, ‘‘শুভমন গিলের সঙ্গে সম্পর্ক কি তবে শেষ?’’ কেউ বা বলছেন, ‘‘এই কি তবে সারার নতুন প্রেমিক?’’

এশিয়া কাপের আগে মাথায় হাত ভক্তদের! ইনস্টাগ্রাম পোস্টে চিন্তা বাড়ালেন পন্থ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Comedyculture.in ™ (@comedyculture.in)

প্রসঙ্গত, কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল একাধিক পার্টি ও ব্যক্তিগত অনুষ্ঠানে। দুই পরিবারের মধ্যে নাকি আলাপ-পরিচয়ও হয়ে গিয়েছিল। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। মে মাসে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও সেই সম্পর্কের সূচনা বা বিচ্ছেদ, দুটো নিয়েই মুখে কুলুপ এঁটেছিলেন সারা।

এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে এই রহস্যময় যুবককে ঘিরে। কারও মতে, তিনিই সারার জীবনের নতুন অধ্যায়ের পুরুষ। কেউ কেউ আবার মনে করছেন, এই যুবক শুধু ঘনিষ্ঠ বন্ধু এর বেশি কিছু নয়। তবে সোশ্যাল মিডিয়ার চোখ এড়ানো সহজ নয়, বিশেষ করে যখন সেলেব সন্তানদের কথা আসে।

রবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

ক্লিনিক্যাল ও পাবলিক হেলথ নিউট্রিশনে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন সারা। পড়াশোনার পাশাপাশি মডেলিং ও সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৭.৩ মিলিয়ন। যদিও তিনি এক্স (সাবেক টুইটার) ব্যবহার করেন না, তবুও তাঁর নামে একাধিক ফ্যানপেজ সেখানে সক্রিয়।

অন্যদিকে, কয়েক বছর ধরেই সারার সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে। তাঁদের একসঙ্গে বহুবার দেখা গেছে, এমনকী যুবরাজ সিংয়ের এক চ্যারিটি ডিনারেও উপস্থিত ছিলেন তাঁরা। তবে শুভমন এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, তিনি কারও সঙ্গে ডেট করছেন না। তবুও তাঁদের সম্পর্কের জল্পনা থামেনি।

Sara Tendulkar with mystery young man photos went viral social media

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular