আগামী তিন দিনের মধ্যে কলকাতায় আসতে চলেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) ভারতীয় কোচ ভিনু জর্জ।এরপর জোরকদমে ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ শুরু হয়ে যাবে।ইতিমধ্যে বেশ কিছু ফুটবলার’কে দলে নেওয়ার পরিকল্পনা সেরেছে ভিনু।
ইস্টবেঙ্গল কোচের নজরে আছেন কেরালার সন্তোষ ট্রফি জয়ী অধিনায়ক জিজো জোসেফ।কেরালার সন্তোষ ট্রফির জয়ী দলের কোচে হওয়ার সুবাদে এই ফুটবলার’কে হাতের তালুর মতো চেনেন ভিনু।শোনা যাচ্ছে তার সাথে প্রাথমিক পর্যায়ের কথা বার্তা চালিয়েছেন ইতিমধ্যে।
আসন্ন মরশুমে কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচের হাত ধরে শুরু’টা ইতিবাচক ভাবে করতে চাইছে ইস্টবেঙ্গল।তার অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষিণ ভারতের শক্তিশালী ফুটবলার’দের দলে নিতে চাইছে লাল হলুদ । বেশ কিছু ফুটবলার’কে প্রস্তাব দেওয়া হয়েছে।
ইস্টবেঙ্গলের কোচ বিনুর সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে ভিনু।২৯ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার সন্তোষ ট্রফিতে দারুন ফুটবল খেলে নজর কেড়েছিলো। সন্তোষ ট্রফিতে তিনটি গোল করার পাশাপাশি দুটি গোল করেছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী এই দক্ষিণ ভারতের ফুটবলারের লাল হলুদ জার্সি গায়ে চাপানো এখন শুধু সময়ের অপেক্ষা।