সন্তোষ ট্রফির (Santosh Trophy) ম্যাচে এবার পরাজিত হল রঞ্জন চৌধুরীর বাংলা ফুটবল দল। নির্ধারিত সূচী অনুযায়ী আজ পাঞ্জাবের বিপক্ষে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নেমেছিল শুভরা। নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পায় পাঞ্জাব ফুটবল দল। আজকের এই পরাজয়ের ফলে সন্তোষ ট্রফির পরবর্তী রাউন্ডে ওঠা কার্যত অনিশ্চিত বাংলার ছেলেদের। যা দেখে হতাশ বঙ্গের ফুটবলপ্রেমী মানুষ।
উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টের শুরুতে ওডিশা দলের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে আটকে যেতে হয় শঙ্করদের। অমীমাংসিত ভাবে শেষ হয় সেই ম্যাচ। তারপর হরিয়ানা দলের বিপক্ষে ও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দ্বীপ, শুভরা। এরফলে, ভালো শুরু করেও অনেকটাই ব্যাকফুটে চলে আসা বাংলা দল। এই পরিস্থিতিতে বাকি দুই ম্যাচে যেকোনো ভাবে জয় পেতে হত রঞ্জন চৌধুরীর ছেলেদের। তবে এবার ফের ধাক্কা খেল বাংলা। যা এখনো মেনে নিতে পারছেন না কেউ।
বলাবাহুল্য, ভারতীয় ফুটবলের ইতিহাসে এখনো পর্যন্ত মোট ৩২ বার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। তাই প্রতিবারের মতো এবারও তাদের উপর বাড়তি ভরসা ছিল বাংলার আপামর ফুটবল অনুরাগীদের। কিন্তু এবার আশাহত হলেন সকলে। কোচ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে দল তৈরি হলেও পরবর্তী রাউন্ডে উঠতে কার্যত ব্যর্থ থাকল ছেলেরা।