সৌদি আরবের রিয়াধে বিখ্যাত কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২-২৩ মরশুমের সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনাল এবং ফাইনাল। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার তরফে।
আরও পড়ুন: Coal smuggling: ইডির দাবি কোটি কোটি টাকা পাচারে জড়িত মন্ত্রী, শুভেন্দুর ইঙ্গিতে তীব্র চাঞ্চল্য
১-৪ জুড়ে খেলা হবে সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল। সর্ব ভারতীয় ফুটবল সংস্থার তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে৷ ” আমরা আইকনিক একটি স্টেডিয়ামের খোঁজ করছিলাম। সৌদি আরবের ফুটবল সংস্থা আমাদের রিয়াধে এই ম্যাচ আয়োজনের পরামর্শ দিয়েছে । এর ফলে ভারতের কমিউনিটির পাশাপাশি স্থানীয় কমিউনিটির খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো আমরা। এটা একটি আইকনিক স্টেডিয়ামে,যা সন্তোষ ট্রফিকে বিশ্বমানের পরিচিত এনে দেবে।
যখন থেকে আমরা সন্তোষ ট্রফির গর্বের দিন ফেরানোর চেষ্টা করছিলাম তখন থেকেই আন্তজার্তিক স্তরে এই টুর্নামেন্ট আয়োজনের বিষয় আলোচনা হয়েছে।এর ফলে আরো উৎসাহ তৈরী হবে এই টুর্নামেন্ট নিয়ে। বাড়বে প্রতিদ্বন্দ্বীতা,সব রাজ্য প্রথম চারে শেষ করবে টুর্নামেন্টের। প্রচুর ফুটবলার আছেন যারা এই প্রথম বার বিদেশে যাবে। এর ফলে তালা বাড়তি মোটিভেশন পাবে।” – এমনটাই বলেছেন AIFF general secretary -Shaji Prabhakaran।
২০২২-২৩ মরশুমের ৭৬ তম সন্তোষ ট্রফি খেলা হচ্ছে।গতবার ফাইনালে কেরালা বাংলাকে ৫-৪ গোলে হারিয়ে দিয়েছিলো পেনাল্টি শুট আউটে।