East Bengal: বিরাট পুরস্কার পেলেন লাল-হলুদ তারকা কমলজিৎ এবং কিরিয়াকু

ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) বেশ কিছু ফুটবলার। এবার সেই ম‍্যাচে ভালো পারফরম্যান্স করার সুফল পেল বেশ কিছু ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

Kamaljit Singh,Charalambos Kyriakou

ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) বেশ কিছু ফুটবলার। এবার সেই ম‍্যাচে ভালো পারফরম্যান্স করার সুফল পেল বেশ কিছু ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

আরও পড়ুন: Coal smuggling: ইডির দাবি কোটি কোটি টাকা পাচারে জড়িত মন্ত্রী, শুভেন্দুর ইঙ্গিতে তীব্র চাঞ্চল্য

আইএসএলের সপ্তাহের সেরা প্রথম একাদশে গোলকিপার পজিশনে জায়গা করে নিয়েছেন ইস্টবেঙ্গলের গোলকিপার কমলজিৎ সিং (Kamaljit Singh)। মাঝে মধ্যে কিছু ভুল করে বসলেও মোট মিলিয়ে কমলজিৎয়ের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। বেশ কিছু দুর্দান্ত সেভ তিনি দিয়েছেন চলতি আইএসএলে। কমলজিতের পাশাপাশি ডিফেন্স পজিশনে জায়গা পেয়েছেন কিরিয়াকু (Charalambos Kyriakou )।

আরও পড়ুন: Tripura Election 2023: ভোটের দশ দিন আগে শাসক বিজেপির প্রতিশ্রুতি নিয়েই বিতর্ক

কেরালার বিরুদ্ধে ম‍্যাচে দু্র্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন কিরিয়াকু। কেরালার আক্রমণ বেশ কিছু বার রুখে দিয়েছিলেন কিরিয়াকু। গোটা ম‍্যাচ জুড়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স কে দারুণ নির্ভরতা দিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগের বিশেষজ্ঞদের মতে এই দুই ফুটবলার স্থান করে নিলো আইএসএলের সপ্তাহ সেরা টিমে।নিঃসন্দেহে এই খবর আগামী ম‍্যাচ গুলোতে ভালো খেলার প্রেরণা যোগাবে ইস্টবেঙ্গলকে। পাশাপাশি সমর্থকদের মনে আশ্বাস জাগাবে যে তাদের দলের ফুটবলাররা ভালো পারফরম্যান্স দিচ্ছে।

আরও পড়ুন: North Bengal BJP: উত্তরবঙ্গের বিধায়কদের ভাঙন রুখতে মরিয়া শুভেন্দু

অন‍্যদিকে বৃহস্পতিবার ভালো খেলেও নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো ইস্টবেঙ্গকে। খেলা শেষ হয় ৩-৩ গোলে। ম‍্যাচে ইস্টবেঙ্গলের তরফে জোড়া গোল করেন ক্লেটন সিলভা, একটি গোল করেছিলেন জেক জার্ভিস। নর্থইস্টের তরফে তিনটি গোল করেছিলেন যথাক্রমে গগৈ, জিতিন এবং ইমরান।