অবশেষে সকলের সম্মুখে এসেছে এবারের সন্তোষ ট্রফির (Santosh Trophy) গ্রুপ বিভাগ। সেই অনুযায়ী নিজেদের ম্যাচ গুলির কথা মাথায় রেখে শেষ মুহূর্তের অনুশীলন চালাচ্ছে দলগুলি। গতবার অনবদ্য লড়াই করে এই ফুটবল টুর্নামেন্টে রানার্স হলেও এবার যে লড়াইটা আরও কঠিন হতে চলেছে এবং চ্যালেঞ্জিং হতে চলেছে তা কিন্তু বলাই চলে। আগামী ৬ই অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অরুনাচল প্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ। তবে ফাইনালের দিনক্ষণ এখনো ঠিক না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।
কিন্তু কোন গ্রুপে কারা থাকছে এবার? দেখে নেওয়া যাক একনজরে। উল্লেখ্য, এবারের এক একটি গ্রুপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে এক একটি রাজ্য। সেইমতো ঠিক করা হয়েছে সমস্ত কিছু। যেমন গ্রুপ “এ”র দায়িত্বে রয়েছে গোয়া। সেইমতো গোয়া দলের পাশাপাশি এই গ্রুপে রয়েছে কেরালা, ছত্রিশগড়, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ ও গুজরাট।
একইভাবে গ্রুপ ” বি” দায়িত্বে রয়েছে পাঞ্জাব। যেখানে পাঞ্জাবের পাশাপাশি রয়েছে হরিয়ানা, ওডিশা, দিল্লি, বাংলা ও লাদাখ। পাশাপাশি গ্রুপ “সি”তে রয়েছে মনিপুর, নাগাল্যান্ড, তামিলনাড়ু, ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। গ্রুপ ” ডি” তে রয়েছে যথাক্রমে রাজস্থান, আসাম, রেলওয়ে,বিহার, হিমাচল প্রদেশ ও চন্ডীগড়।
গ্ৰপ “ই” বিভাগে রয়েছে মিজোরাম, উত্তরাখণ্ড, সিকিম, পন্ডিচেরী, দাদরা, দমন ও দিউ ও সার্ভিসেস। পাশাপাশি অন্তিম গ্রুপ অথবা গ্রুপ “এফ” ভাগে রয়েছে যথাক্রমে ত্রিপুরা, আন্দামান নিকোবর, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, লাক্ষাদ্বীপ ও মহারাষ্ট্র। উল্লেখ্য, এই বিভাগের সমস্ত ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে মহারাষ্ট্র।