নিজেদের ISL রেকর্ড অক্ষুণ্ন রেখেছে East Bengal

এ-ও এক রেকর্ড। শুনতে ভালো না লাগলেও রেকর্ড। সমর্থকদের প্রত্যাশার ফানুস চুপসে দিয়ে বিগত কয়েক মরসুম ধরে গড়া নিজেদের রেকর্ড ধরে রাখতে পেরেছে ইস্টবেঙ্গল (East…

East Bengal 0-0 Jamshedpur FC

এ-ও এক রেকর্ড। শুনতে ভালো না লাগলেও রেকর্ড। সমর্থকদের প্রত্যাশার ফানুস চুপসে দিয়ে বিগত কয়েক মরসুম ধরে গড়া নিজেদের রেকর্ড ধরে রাখতে পেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)।

জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ করেছে ইস্টবেঙ্গল। দলের খেলার দেখে সমর্থকরা একেবারেই খুশি হতে পারছেন না। বরং বিগত কয়েক মরসুমের মতো এবারেও প্রমাদ গুনতে শুরু করেছেন কেউ কেউ। গোল মিস করার বহর দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকে ভালো মরসুমের ব্যাপারে আশা হারাতে শুরু করেছেন ইতিমধ্যে।

   

জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে দানা বাঁধেনি মাঝমাঠের খেলা। আক্রমণভাগে চোখে পড়েনি গোল ক্ষুধা, অকারণ মাথা গরম করে লাল হলুদ সমর্থকদের চোখের বালি হয়ে উঠেছেন সৌভিক চক্রবর্তীরা। এবারের টুর্নামেন্টে জামশেদপুর ফুটবল ক্লাবকে অন্যতম দুর্বল দল হিসেবে গণ্য করছেন অনেকে। তাদের কাছেই কি না আটকে গেল ইস্টবেঙ্গল!

পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে পরপর চার মরসুমের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখতে পেল না ইস্টবেঙ্গল। চার বছর আগে ইন্ডিয়ান সুপার লীগে যোগ দেওয়ার পর থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পুরো পয়েন্ট অধরা লাল হলুদ ব্রিগেডের।

বিগত মরসুমগুলোতে ইস্টবেঙ্গলের প্রথম আইএসএল ম্যাচের ফলাফল:-
• ২০২০-২১ মরসুম, ০-২ বনাম এটিকে মোহন বাগান
• ২০২১-২২ মরসুম, ১-১ বনাম জামশেদপুর এফসি • ২০২২-২৩ মরসুম, ১-৩ বনাম কেরালা ব্লাস্টার্স এফসি
• ২০২৩-২৪ মরসুম, ০-০ বনাম জামশেদপুর এফসি।