Santosh Trophy: নরহরির জোড়া গোলে জয়ী বাংলা, ছত্তিশগড়কে হারাল বাংলা

Santosh Trophy

সন্তোষ ট্রফির (Santosh Trophy) কোয়ালিফাইং রাউন্ডে পরপর চার ম্যাচে জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে ছত্তিশগড়কে ২-০ গোলে হারাল বাংলা। দুটি গোল করে, নরহরি শ্রেষ্ঠা ম‍্যাচের সেরা। ছত্তিশগড়ের বিরুদ্ধে নরহরি প্রথম একাদশে ছিলেন না। নরহরির হাঁটুতে চোট থাকার কারণে পরে নামান বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন‍্য থাকায়, দ্বিতীয়ার্ধে নরহরি মাঠে নামেন।ম‍্যাচের ৫৭ মিনিটে তারক হেমব্রমের পাস থেকে নরহরির গোল। ৬৮ মিনিটে দীপক রজকের পাস থেকে দ্বিতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা। চার ম্যাচে ৬ টি গোল করলেন নরহরি।কোয়ালিফাইং রাউন্ডের চার ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বাংলা।

   

সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে থাকা মহারাষ্ট্র দুই নম্বরে। ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের সঙ্গে ড্র করলেই গোল পার্থক্যের বিচারে বাংলার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা মহারাষ্ট্রর বিরুদ্ধে জিতেই সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছনোর লক্ষ্যে অবিচল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন