শুভম ভৌমিকের গোলে জিতেছে বাংলা। শনিবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বঙ্গ ব্রিগেড। ম্যাচে নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) আরও এক রিক্রুট।
আক্রমণভাগের পাশাপাশি মাঝমাঠ দখলের ব্যাপারেও পাঞ্জাবকে একাধিকবার টেক্কা দিয়েছে বাংলা। দুই ফুটবলার মহিতোষ রায় এবং তন্ময় ঘোষ দাপিয়ে বেড়িয়েছেন মাঝমাঠে। রক্ষণের সঙ্গে আক্রমণ ভাগের তালমেল ঠিক রাখতে কাঠফাটা রোদের মধ্যেও দৌড়ে গিয়েছেন একভাবে।
আসন্ন মরশুমে মহিতোষ লাল হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছেন। সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে তাঁর এই পারফরম্যান্স নিশ্চই চোখে পড়েছে ইস্টবেঙ্গল কর্ম কর্তাদের।
তন্ময় ঘোষের খেলাও চোখে পড়ার মতো। নিয়েছেন দূরপাল্লার শট। টার্গেট রাখতে পারলে গোল হলেও হতে পারতো। শনিবারের ম্যাচ যেমন বাংলা ফুটবলের পক্ষে ইতিবাচক, তেমনই আশার আলো দেখতে পারেন লাল হলুদ সমর্থকরা।