HomeSports Newsজাতীয় দলে ফেরার দরজা প্রায় বন্ধ? ভারতের হয়ে করেছিলেন সেঞ্চুরি

জাতীয় দলে ফেরার দরজা প্রায় বন্ধ? ভারতের হয়ে করেছিলেন সেঞ্চুরি

- Advertisement -

ভারতীয় দলের তারকা খেলোয়াড়রাও এই বছর দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) খেলছেন। ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের জন্য নির্বাচিত হয়নি এমন খেলোয়াড়রা দলীপ ট্রফিতে খেলে তাদের পারফরম্যান্স নিয়ে নির্বাচকদের নজর কাড়ার চেষ্টা করছেন। অন্য দিকে কিছু খেলোয়াড় রয়েছেন যারা সুযোগ পেয়েও ভাল কিছু করে দেখাতে পারছেন না। সঞ্জু স্যামসন (Sanju Samson) তেমনই এক ক্রিকেটার।

বুচিবাবুর পর দলীপ! দলবদলের দিন সেঞ্চুরি করে নির্বাচকদের ‘চ্যালেঞ্জ’ ঝাড়খণ্ড ব্যাটারের

   

আইপিএলে ধারাবাহিক পারফর্ম করতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁর। এ কারণেই হয়তো জাতীয় দলে তিনি অনিশ্চিত। প্রতিভার অভাব না থাকলেও দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি সঞ্জুর। প্রথম ম্যাচের পর দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে যখন সুযোগ পেলেন, সেখানেও সঞ্জুর ব্যাট থেকে প্রত্যাশা মতো রান পাওয়া গেল না।

সঞ্জু স্যামসন তাঁর দলের পক্ষে ৬ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এখনও পর্যন্ত ভারতের টেস্ট দলে সুযোগ পাননি তিনি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৬টি ওয়ানডেতে একটি সেঞ্চুরি সহ ৫১০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে করেছেন ৪৪৪ রান। এখানে সঞ্জু মাত্র দু’টি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। চলতি ট্রফিতেও ফর্মে নেই। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে খুব তাড়াতাড়ি জাতীয় দলে ডাকা হবে বলে মনে করা হচ্ছে না।

ISL 2024-25: মোহন-মুম্বই ম্যাচে নজরে থাকবেন ২ ফুটবলার

এই ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য সঞ্জু আরও একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেতে পারেন। অন্য দিকে রুতুরাজ গায়কোয়াড় টিম সি-র অধিনায়ক। প্রথম দিন মাত্র দুই বল খেলে চোট পেয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন গায়কোয়াড়। চোট সামলে আবারও ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এরপর পরদিন অর্থাৎ শুক্রবার ৭৪ বলে ৫৮ রান করেন গায়কোয়াড।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular