এশিয়া কাপে (Asia Cup 2025) আজ ভারতের (India) প্রথম ম্যাচ। প্রতিপক্ষ তেমন শক্তিশালী নয়, আর তাই একাদশ নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ চড়েছে চূড়ায়। বিশেষ করে, সঞ্জু স্যামসনের (Sanju Samson) ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। দলে জায়গা পাচ্ছেন কি পাচ্ছেন? তা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছে না। এই জল্পনায় আরও ইন্ধন দিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজেই।
ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?
এক সাংবাদিক সম্মেলনে সঞ্জু প্রসঙ্গে প্রশ্ন করা হলে সূর্য বলেন, “আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা কাল সঠিক সিদ্ধান্তই নেব।” এই মন্তব্যে আশ্বস্ত হওয়ার পাশাপাশি দ্বিধাও বাড়ল। কারণ, ‘সঠিক সিদ্ধান্ত’ মানে কী? শুধুই কি সূর্যর সিদ্ধান্ত, না কি কোচ গৌতম গম্ভীরেরও বড় ভূমিকা রয়েছে?
এশিয়া কাপের দলে সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল। উইকেটকিপার ব্যাটার হিসেবে তাঁকে রাখা হলেও, টানা ভালো পারফর্ম করেও তিনি এখনও দলের স্থায়ী সদস্য হতে পারেননি। শেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। কেরালা প্রিমিয়ার লিগে সম্প্রতি ৫ ইনিংসে করেছেন ৩৬৮ রান। তবুও আজকের একাদশে তিনি থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সূর্যের বক্তব্যের ফাঁকে কিন্তু জিতেশ শর্মার (Jitesh Sharma) প্রশংসা স্পষ্ট। তিনি বলেন, “আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ কর। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভালো খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।”
পাশাপাশি ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন নিয়েও জল্পনা অব্যাহত। অনেকের ধারণা, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। ফলে সঞ্জুর ওপেনিং করার জায়গাটা ইতিমধ্যেই অনিশ্চিত। লোয়ার অর্ডারে জিতেশের পাওয়ার-হিটিং ক্ষমতা টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে।
‘ফেভারিটের তকমা’ উড়িয়ে কড়া বার্তা সূর্যের, পাল্টা জবাব পাক অধিনায়কের
ভারতের ক্রিকেটভক্তরা যারা দীর্ঘদিন ধরে সঞ্জু স্যামসনের প্রতি আস্থাশীল, তাঁদের কাছে আজকের ম্যাচে সঞ্জুকে না দেখা গেলে হতাশা আসা অবশ্যম্ভাবী। তবে সূর্যর মন্তব্যে একটা বার্তা স্পষ্ট, দল এখন ফর্ম ও ভারসাম্যের ভিত্তিতে নির্বাচন করা হচ্ছে। নাম বা অতীত পারফরম্যান্স নয়। আজকের একাদশই বলে দেবে, সঞ্জুর ভাগ্যে আজ মাঠ নামা লেখা রয়েছে কি না। আর যদি না থাকে, তবে জিতেশ শর্মার হাত ধরে শুরু হতে চলেছে ভারতের টি-টোয়েন্টি ভবিষ্যতের এক নতুন অধ্যায়।
🚨 Sanju Samson set to be dropped from India’s XI vs UAE tomorrow!!
– Dumb Gautam Gambhir assured Sanju Samson of place in XI even if he scores 21 ducks is now dropping Samson who became only batter to hit 3 T20I 100s in a calender year.
Unreal Doglapan! pic.twitter.com/OUfG7AUtaE
— jayprakash pargi (@janak0308582161) September 9, 2025
Sanju Samson or Jitesh Sharma in Asia Cup 2025 but Suryakumar Yadav hints at Final decision on India Playing XI against UAE