টাকার জন্য চিন্তা করতে হবে না। দল ভালো হতে হবে, স্পষ্ট কথায় সম্প্রতি এমনটাই বার্তা দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। সেই মতো ট্রান্সফার মার্কেটে কার্যত ঝড় তুলেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। একের পর এক নামী ফুটবলারকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাগান।
কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী তারকাকে সামনে পেয়ে তিলোত্তমার ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহের পারদ উঠেছিল চরমে। ময়দানের নামকরা কর্তারাও মার্টিনেজের সাক্ষাৎ পেতে ছিলেন মরীয়া। সঞ্জীব গোয়েঙ্কা যেমন একজন বড় ব্যবসায়ী, তেমনই একজন বড় ফুটবল প্রেমী মানুষ। দলের জন্য যেভাবে টাকা খরচ করছেন তাতে তার ফুটবল প্রেম আর চাপা থাকেনি।
এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। বিশ্বকাপ জয়ী ফুটবলারের পাশে দাঁড়িয়ে তিনি যে যারপরনাই উৎফুল্ল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমি এবং সঞ্জীবকে পাশাপাশি দেখে ফুটবল প্রেমীরাও একটু মজা করছেন। সঞ্জীব গোয়েঙ্কাকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, আপনি কি এবার এমিলিয়ানো মার্টিনেজকে সই করাতে চলেছেন? সঞ্জীব নিজেও বিষয়টিকে মজার চলে নিয়েছেন। কমেন্টের উত্তরে বলেছেন, ‘ হা হা হা, আই উইশ ‘। অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজকে সই করানোর ইচ্ছা তার রয়েছে।
View this post on Instagram
<
p style=”text-align: justify;”>সঞ্জীব কথাটা হয়তো মজার ছলে বলেছেন, কিন্তু ভারতের ক্লাবে বিশ্বকাপ জয়ী কোনো ফুটবলার খেলছেন, এটা অনেকের কাছেই স্বপ্ন। এটিকে মোহন বাগান এবার যা গঠন করছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে খেলা ফুটবলারকে বাগান নিশ্চিত করেছেন। তিনি অস্ট্রেলিয়ার কামিংস।