ছন্দে ফেরার অঙ্গিকার, বাংলা দলের দায়িত্বে এলেন সঞ্জয় সেন

মাসকয়েক অপেক্ষা। তারপরেই শুরু হবে সন্তোষ ট্রফির নতুন মরসুম। গত মরসুমটা বাংলা দলের (Bengal football team) জন্য খুব একটা সুখকর না থাকলেও নিজেদের ভুল ত্রুটি…

Sanjay Sen Coach of Benga

মাসকয়েক অপেক্ষা। তারপরেই শুরু হবে সন্তোষ ট্রফির নতুন মরসুম। গত মরসুমটা বাংলা দলের (Bengal football team) জন্য খুব একটা সুখকর না থাকলেও নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নয়া সিজনে সাফল্য পেতে মরিয়া সকলে। সেই মর্মেই এবার বাংলা দলের জন্য নতুন কোচ নিয়োগ করল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তথা আইএফএ। দলের দায়িত্ব আসলেন প্রাক্তন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন (Sanjay Sen)। শনিবার কোচেস কমিটির বৈঠকের শেষে উঠে আসলো এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, শেষ কয়েক বছর ধরেই সন্তোষ ট্রফিতে ধরাশায়ী হতে হচ্ছে বাংলার ফুটবল দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে‌। একটা সময় এই টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে পারফরম্যান্স করলেও সেইসব এখন অতীত। গত বছর মূল পর্বের যোগ্যতা অর্জন করতে ও ব্যর্থ থেকেছে এই দল। সেই সমস্ত কিছু ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁদের। সেজন্য ময়দানের এই পরিচিত কোচকে ভরসা করল ফেডারেশন।

   

একটা সময় বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডিকে পরাজিত করে মহামেডানকে আইএফএ শিল্ড জিতিয়েছিলেন সঞ্জয় সেন। যা আজও মনের মণিকোঠায় রয়েছে সাদা-কালো সমর্থকদের। পরবর্তীতে চলে আসেন মোহনবাগানে। ২০১৪-২০১৫ সালে দলকে আইলিগ জেতান তিনি। সব কিছু মাথায় রেখেই তাঁর উপর ভরসা রেখেছে আইএফএ।

আগের বছর রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলা দল। সেবার শুরু থেকেই ধাক্কা খেতে হচ্ছিল গোটা দলকে। পরবর্তীতে অনবদ্য লড়াই করে ও আসেনি সাফল্য। এবার নিজেদের ছন্দে ফেরানোই অন্যতম লক্ষ্য সকলের।