পুনেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ভারতকে ১১৩ রানে পরাজিত করে সিরিজে ২-০ ব্যবধানে লিড পেয়েছে। এছাড়াও তিন ম্যাচের সিরিজের দুটিতে জিতে নিউজিল্যাণ্ড পুরো সিরিজটিই নিজের দখলে করে নিয়েছে। দ্বিতীয় ম্যাচের ফলাফল ভারতের জন্য হতাশাজনক হলেও এই ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার রোহিত শর্মার নেতৃত্ব (IND vs NZ Sanjay Manjrekar on Rohit Captaincy) এবং দল নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
ব্যাঙ্গালোর এবং পুনেতে হারের পর এই মুহূর্তে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটাররা কোচ গৌতম গম্ভীরকেই একপ্রকার দায়ী করছিলেন। গম্ভীরের অতিরিক্ত আক্রমনশালী মানসিকতাই যে ভারতের ক্ষেত্রে বুমেরাং হয়ে ফিরে আসছে- সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত ছিলেন তাঁরা। তবে মাঞ্জরেকর প্রথম থেকেই রোহিতের নেতৃত্ব নিয়ে সরব ছিলেন। তাই গতকাল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিতকে তুলোধোনা করতে ছাড়েননি তিনি।
ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, সঞ্জয় মাঞ্জরেকার মন্তব্য (IND vs NZ Sanjay Manjrekar on Rohit Captaincy) করেছেন যে রোহিত শর্মার টি২০ কৌশলগুলো টেস্টে প্রয়োগ করা উচিত নয়। তিনি বলেন, “সর্বদা বাঁ-হাতি ও ডান-হাতি ব্যাটসম্যানের কম্বিনেশন সাজানোর জন্য খেলার ছন্দ নষ্ট করা উচিত নয়। এর পরিবর্তে খেলোয়াড়দের তাদের সক্ষমতার ভিত্তিতে খেলার সুযোগ দেওয়া উচিত।” মাঞ্জরেকারের মতে, টি২০ মানসিকতা নিয়ে টেস্ট খেলতে গেলে দলের ব্যাটিং অর্ডারের ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়।
Manjrekar: Rohit should be wary of using T20 tactics in Tests https://t.co/hbMZG7RARb
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 27, 2024
পুনে টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৯ রান সংগ্রহ করলেও ভারত তার উত্তরে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত ২৪৫ রান তুলতে সক্ষম হলেও ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান করতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র যশস্বী জয়সওয়াল (৭৭) এবং রবীন্দ্র জাদেজা (৪২) কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তাদের ইনিংসও ম্যাচের ফলাফল পাল্টাতে পারেনি।
মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক মন্তব্য হাবাসের
উল্লেখ্য বিষয় হল যে, নিউজিল্যান্ড ইতিমধ্যেই সিরিজে এগিয়ে থাকায়; ভারত এখন তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে রয়েছে। এই ম্যাচটি ১ নভেম্বর থেকে শুরু হবে এবং এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে যাওয়ার আগে দল জিততে না পারলে সমস্যায় পড়বে। এছাড়াও আসন্ন টেস্ট চ্যাম্পিয়পানশিপের ফাইনালে লন্ডনের মাঠে খেলতে নামার জন্য ভারতকে এই মুহূর্তে সবকটি ম্যাচই জয়ী হতে হবে। তাই ওয়াংখেড়েতে কতখানি কামব্যাক করতে পারেন রোহিতরা সেটাই এখন দেখার বিষয়।