Sania Mirza : টেনিস কোর্টকে বিদায় জানাতে চলেছেন সানিয়া

এবার হয়তো অবসর। শরীর আর দিচ্ছে না। জানিয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। সামনের মরশুমের আগেই টেনিস (Tennis) কোর্টকে বিদায় জানাতে পারেন তিনি।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন সানিয়া মির্জা এবং অস্ট্রেলিয়ার নাদীয়া কিচেনক। এই জুটির বিরুদ্ধে স্লোভেনিয়ান জুটির স্কোর ৬-৪, ৭-৬। এই ফলাফলের পরেই কার্যত ভেঙে পড়েছেন সানিয়া মির্জা। ছ’বারের গ্র‍্যান্ড স্ল্যাম জয়ী তারকা অবসরের ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাচের পর।

   

‘অনেক ভেবেই অবসরের কথা বলছি। টেনিস কোর্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে কঠিন। কিন্তু এবার সত্যিই বোধহয় র‍্যাকেট তুলে রাখার সময় এসেছে। চলতি মরশুমের পরেই হয়তো বিদায় জানাবো। শরীর দিচ্ছে না। আমার তিন বছরের সন্তানকে আমি বিপদের মধ্যে ফেলছি। প্রচুর ট্রাভেল করতে হয়। হেরে গিয়েছে বলে অবসরের কথা বলছি এমনটা নয়। আমার শরীর আর সঙ্গ দিচ্ছে না। ম্যাচের শেষে হাঁটুতে ব্যাথা টের পাচ্ছিলাম।’ বলেছেন সানিয়া।

‘আনন্দের সঙ্গে খেলে যাওয়ার ইচ্ছা ছিল। এখন কোর্টে নামার আগে অনুপ্রেরণা হাতড়ে বেরাতে হয়। নিজেকে নতুন করে মোটিভেট করতে হয়। নিজেকে ফিট রাখার জন্য অনেক চেষ্টা করেছি। ওজন কমানোর চেষ্টা করেছি। মায়েদের জন্য একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম। সন্তান হওয়ার পরেও নিজের স্বপ্নকে যে সার্থক করা যায় তা দেখাতে চেয়েছিলাম। কিন্তু এই মরশুমের পর মনে হয় না আর খেলা চালিয়ে যেতে পারবো।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন