সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan) কেন্দ্র করে জল্পনা কাটছে না। আগামী মরসুমে তিনি ঠিক কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে এখনও নেই সদুত্তর। ইদানিং তাঁর নামের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সম্ভাবনা যুক্ত হয়েছে।
জানা গিয়েছে, সন্দেশ ঝিঙ্গানের এজেন্টের সঙ্গে লাল হলুদ ক্লাবের যোগাযোগ রয়েছে। আগেও যোগাযোগ ছিল। সম্ভাবনার কথা প্রকাশ করে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, ইস্টবেঙ্গল ক্লাবে সন্দেশের যাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য শতাংশ নয়।
ফ্লোরেন্টিন পোগবা, ব্র্যান্ডন হামিলকে ইতিমধ্যে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। দুজনেই সেন্টার ব্যাকের ফুটবলার। এছাড়াও প্রীতম কোটাল, কার্ল ম্যাক হিউরা দলে রয়েছেন। তাঁরাও সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে দিতে পারেন। ফলত সন্দেশ না থাকলেও বাগানের যে খুব সমস্যা হতে পারে এমনটা মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞরা।
বরাবর ইউরোপের ক্লাবে খেলাটাই স্বপ্ন ছিলো সন্দেশের। এটিকে মোহনবাগানে খেলতে আসার আগে ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবে ছিলেন তিনি৷ যদিও সেখানে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। নতুন মরসুমের আগেও বিদেশ যোগের সম্ভাবনা অনেকে দেখেছিলেন। সেই সঙ্গে তাঁর চোট সমস্যা তো আছেই।