Kaali: এবার চিত্র পরিচালকের বিরুদ্ধে FIR পুলিশের

আসন্ন সিনেমা ‘কালি’কে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে মানুষের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন চিত্র পরিচালক লীনা মণিমেকলাইও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবির পোস্টার নিয়ে…

আসন্ন সিনেমা ‘কালি’কে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে মানুষের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন চিত্র পরিচালক লীনা মণিমেকলাইও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবির পোস্টার নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এবার উত্তরপ্রদেশে তাঁর নামে দায়ের হল এফআইআর।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ হিন্দু দেবদেবীদের অবমাননাকর পোস্টারের জন্য এফআইআর দায়ের করেছে লীনার বিরুদ্ধে। সোমবার এফআইআর দায়ের করা হয়। পুলিশ চলচ্চিত্র পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উপাসনাস্থলে অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর দায়ের করেছে।

পুলিশ লখনৌয়ের হযরতগঞ্জ থানায় চলচ্চিত্র পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তার বিরুদ্ধে ১২০বি, ১৫৩বি, ২৯৫, ২৯৫এ, ২৯৮, ৫০৪, ৫০৫(১)(বি), ৫০৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ও ৬৭ ধারাও পরিচালকের ওপর চাপানো হয়েছে। দিল্লি পুলিশের আইএফএসও ইউনিট ‘কালি’ ছবির সঙ্গে সম্পর্কিত একটি বিতর্কিত পোস্টারের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ২৯৫এ ধারায় এফআইআর দায়ের করেছে।