ভারতীয় ফুটবলের (Indian Football) জন্য বড়সড় ধাক্কা। কাফা নেশনস কাপ ২০২৫ (CAFA Nations Cup 2025) মাঝপথেই ছিটকে গেলেন জাতীয় দলের অন্যতম স্তম্ভ ও অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। ইরানের বিরুদ্ধে ম্যাচে মুখে গুরুতর চোট পান এই অভিজ্ঞ ডিফেন্ডার। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায়, তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, মাঠে ফিরতে এফসি গোয়ার (FC Goa) এই ফুটবলারের অন্তত ৬ মাস সময় লাগবে। আবার পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে প্রায় এক বছর। কিন্তু ১৭ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে অভিযান শুরু করেছে ভারতীয় ক্লাব।
কাফা কাপের মাঝপথে সংসার ভাঙল জামিলের! ছিটকে গেলেন রক্ষণের স্তম্ভ
তাই ঘটনায় যতটা না শোকস্তব্ধ ভারতীয় শিবির, তার চেয়েও বেশি বিতর্ক দানা বেঁধেছে সন্দেশের চিকিৎসার খরচ নিয়ে। কারণ এই টুর্নামেন্ট ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না। ফলে কোনও বাধ্যবাধকতা নেই যে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) কিংবা সন্দেশের আইএসএল ক্লাব এফসি গোয়া তাঁর চিকিৎসার খরচ বহন করবে। সেক্ষেত্রে সন্দেশের চিকিৎসার দায়িত্ব কে নেবে?
🚨 #BlueTigers Update 🔊
Defender Sandesh Jhingan had sustained an injury during India’s #CAFANationsCup2025 match against IR Iran, and has been ruled out of the remaining matches.
He will return to India today.#IndianFootball ⚽
— Indian Football Team (@IndianFootball) September 3, 2025
এর আগেও একাধিক ঘটনায় দেখা গিয়েছে, জাতীয় দলে খেলতে গিয়ে চোট পেলেও ফুটবলারদের চিকিৎসার খরচ ফেডারেশন নেয়নি। ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং বা মোহনবাগানের শুভাশিস বোস, আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে সেই নজির রয়েছে। এবার সন্দেশ ঝিঙ্গানও সেই তালিকায় যুক্ত হলেন।
এদিকে, এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জানিয়েছেন, “সন্দেশ আজ রাতে গোয়ায় ফিরবে। ওর চোটের পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং তারপর ফেডারেশনের সঙ্গে আলোচনা করব।” এহেন ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ফুটবল মহলে প্রশ্ন উঠেছে, ক্লাব বনাম দেশের টানাপোড়েনে শেষ পর্যন্ত কি বিপদে পড়তে হচ্ছে খেলোয়াড়দেরই?
এই ঘটনায় চাপে ভারতীয় হেড কোচ খালিদ জামিলও। কারণ, কাফা নেশনস কাপে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সামনে ‘ডু অর ডাই’ ম্যাচ। জিততেই হবে, নইলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। সন্দেশের অনুপস্থিতিতে ভারতীয় রক্ষণে বিশাল ফাঁক তৈরি হয়েছে। তাঁর জায়গায় আনোয়ার আলির সঙ্গে রক্ষণ সামলাতে দেখা যেতে পারে রাহুল ভেকে বা চিংলেনসানা সিং-এর সঙ্গে।
পদপিষ্টকাণ্ডে নীরবতা ভাঙলেন কোহলি, তবু প্রশ্ন ‘দেরি কেন?’
দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এইডিফেন্ডার। তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। আর ইরানের বিরুদ্ধে ম্যাচে, যদিও ভারত ০-৩ ফলে হেরে যায়, তবু রক্ষণে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন।
এই ঘটনার পরে স্পষ্ট হচ্ছে কেন আইএসএল শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) তাদের মূল ফুটবলারদের এই টুর্নামেন্টে ছাড়েনি। এর আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেলে সেই দায়ভার ক্লাবকেই নিতে হয় বলে অভিযোগ করা হয়েছিল এক বাগান কর্মকর্তার তরফে।
Sandesh Jhingan injury highlights Indian Football blow in FC Goa vs AIFF debate during CAFA Nations Cup