Sandesh Jhingan : লাল-হলুদ সমর্থকদের অনুরোধ সত্ত্বেও অন্য ক্লাবে যোগ দিলেন সন্দেশ

sandesh jhingan

এটিকে মোহনবাগান ছাড়ার প‍র থেকে একাধিক ক্লাবের সাথে নাম জড়িয়েছিল তারকা ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) নাম। তালিকায় ছিলো খোদ ইস্টবেঙ্গল’ও।আবার এমনটাও শোনা যাচ্ছিলো ঝিঙ্গান কোনও বিদেশি ক্লাবে , বিশেষ করে জার্মানির কোনও ক্লাবে যোগদান করবেন।

সমস্ত জল্পনার অবসান হয়ে গেলো রোববার।আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরু এফসি’র ট‍্যুইটার হ‍্যান্ডেল থেকে সন্দেশ ঝিঙ্গানের ক্লাবে যোগদান করার খবর ঘোষণা করা হয়ে গেলো।দেশের অন‍্যতম সেরা সেন্টারব‍্যাক যোগ দিলেন জাতীয় দলের সতীর্থ, অধিনায়ক সুনীল ছেত্রী’র দলে।

   

Sandesh Jhingan in east bengal

সিবেনিক ছাড়ার পর এবছর জানুয়ারির ট্রান্সফার উইন্ডো’তে ঝিঙ্গান যোগদান করেছিলেন সবুজ মেরুন শিবিরে।ক্লাবের ডিফেন্স বিভাগের সমস্যা সমাধানে দারুণ কাজে এসেছিলেন তিনি।খেলেছিলেন মোট ১০ টা ম‍্যাচ।এরমধ্যে সাত ম‍্যাচ আইএসএলে।এছাড়া এএফসি কাপের গ্রুপ পর্বের ম‍্যাচেও খেলেছিলেন তিনি।ক্লাবে খেলা ১০ ম‍্যাচের মধ্যে ৭ টিতে জয়ের স্বাদ পেয়েছিলেন ঝিঙ্গান।এবার নতুন ক্লাবে তিনি কিভাবে নিজেকে মেলে ধরেন নজর থাকবে সেই দিকেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন