Sandesh Jhingan: AIFF এর ধমক খাওয়া সন্দেশে অক্ষত বাগান দুর্গ

কেরেলা ব্লাস্টার্সের বিপক্ষে ম‍্যাচর পর এটিকে মোহনবাগানের তরফে একটি ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান’কে (Sandesh Jhingan) বলতে শোনা যায়…

কেরেলা ব্লাস্টার্সের বিপক্ষে ম‍্যাচর পর এটিকে মোহনবাগানের তরফে একটি ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান’কে (Sandesh Jhingan) বলতে শোনা যায় – “মহিলাদের সাথে ম‍্যাচ খেলে এসেছি.. “। আর এই ভিডিওর পরেই তীব্র বিতর্কে জড়ালেন ভারতের তারকা ডিফেন্ডার। 

বিতর্কে জড়িয়ে অবশ্য খেলা থেকে ফোকাস হারাননি তিনি। তিরির পাশে খেলেছেন স্বকীয় ভাবে। বৃহস্পতিবার চেন্নাইয়ের দলের বিরুদ্ধে রুখে ছিলেন প্রাচীরের মতো। তিরি ম্যান অব দ্যা ম্যাচ হলেও সন্দেশের খেলা নজর কেড়েছে ফুটবল প্রেমীদের। নিজ দলের দূর্গ পতন রোধ করেছেন তিনি।

চলতি আইএসএলে একটি ম‍্যাচ চলাকালীন যৌন ইশারামূলক মন্তব্য করে সমস্যা পড়েছেন তিনি। মোহনবাগান বনাম কেরেলা ব্লাস্টার্সের ম‍্যাচ চলাকালীন, ম‍্যাচ’টি ২-২ গোলে ড্র হয়।ওইদিন বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার সন্মুখীন হন এই এটিকে মোহনবাগান তারকা।

ঝি ঙ্গানের এহেন কীর্তি একেবারে ভালো চোখে নেননি যে আইএসএল এং এআইএফএফ। ইতিমধ্যে আইএসএলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে , ” এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে জোড়ালো সাবধান বার্তা দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের রক্ষনভাগের ফুটবলার সন্দেশ জিঙ্ঘানকে।গত ১৯ শে ফেব্রুয়ারি,কেরালা ব্লাস্টার্স বিপক্ষে ম‍্যাচের পর তিনি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে।” 

তাদের তরফে আরও বলা হয়, ” সংশ্লিষ্ট ফুটবলার সোশ্যাল মিডিয়ায় ঘটনার পরিপ্রেক্ষিতে যে ক্ষমা চেয়ে নিয়েছেন,সেই বিষয়টা মাথায় রেখে তাকে এবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হলো।যদি ভবিষ্যতে তিনি কখনও এমনটা করেন,তখন তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে।” 

প্রথম লেগের ম্যাচে ড্র করেছিল এটিকে মোহন বাগান। ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। সেমিফাইনালে জায়গা পাকা করা ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে হুয়ান ফেরান্দদের কাছে। পর্বের শেষ ম্যাচে জামশেদপুরকে দু’গোলের ব্যবধানে হারাতে পারলে এক নম্বরে চলে যেতে পারে সবুজ মেরুন ব্রিগেড।