ATK Mohun Bagan: সবুজ-মেরুন কোচের সাথে আলোচনায় বসতে চলেছেন সন্দেশ-অমরিন্দর

Sandesh-Amarinder

বর্তমানে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে সন্দেশ ঝিঙ্গান এবং অমরিন্দার সিংয়ের। শোনা যাচ্ছিলো দলের কোচ জুয়ান ফেরান্দো তাদের দুজনকে নতুন মরশুমে আর দলে চাইছেন না।

Advertisements

এমন সময় সংশ্লিষ্ট দুই ফুটবলারের নাম ইতিমধ্যে একাধিক ক্লাবের সাথে জড়িয়েছে।খবর আছে অরিন্দম ভট্টাচার্য ক্লাব ছাড়ার আভাস পাওয়ার পর থেকে তার অমরিন্দার সিংয়ের সাথে কথাবার্তা চালাচ্ছে এস সি ইস্টবেঙ্গল,অন‍্যদিকে জার্মানির কোনও তৃতীয় ডিভিশন ক্লাবে সই করতে চলেছেন সন্দেশ এমনটাই শোনা যাচ্ছিলো।

   
Advertisements

এমন একটা সময় আগামী সপ্তাহে কোচ ফেরান্দোর সাথে আলোচনায় বসতে চলেছে এই দুই ফুটবলার, এমনটাই শোনা যাচ্ছে।জানা যাচ্ছে সেখানে দুই ফুটবলারের ক্লাবে আদৌও কোনও ভবিষ্যত আছে কিনা ,সেই বিষয় আলোচনা হবে।অর্থাৎ সবুজ মেরুনে পরবর্তী মরশুমে এখনই অনিশ্চিত নন সন্দেশ এবং অমরিন্দার।