ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত সজল বাগ (Sajal Bag)। দেশের ক্লাব ফুটবলে খেলেছেন দীর্ঘ দিন ধরে। তবুও ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি। গত মরসুমের খেলেছেন আই লিগে। সজল বাগের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও বড় মঞ্চে টানা খেলার সুযোগ পাননি। এবারের কলকাতা ফুটবল লিগের (CFL 2024) প্রথম দিনেই নিজেকে নতুন করে চেনালেন সজল।
Mohammedan SC: ৩ পাসে গোল, মহামেডানের এই বিষয়টি চিন্তায় রাখবে অন্য দলগুলোকে
মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে করলেন জোড়া গোল। মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের মধ্যে সংযোগ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গতকাল মহামেডানের হয়ে করা তাঁর দুটি গোলের ক্ষেত্রেই ছিল ব্যক্তিগত মুন্সিয়ানা। সজল তাঁর প্রথম গোলের ক্ষেত্রে দেখিয়েছিলেন নাছোড় মনোভাব।
প্রতিপক্ষ দলে ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে প্রায় মাঝমাঠ থেকে অনেকটা দৌড়ে চলে গিয়েছিলেন উয়াড়ির গোলের সামনে। তারপর জোরালো শটে গোল। সহজ কথায়- মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে সোলো রানে গোল। এরপর সজল যে গোলটি করলেন সেটা রীতিমতো চোখ ধাঁধানো। দূর পাল্লার শটে তিনি আগেও গোল করেছেন। আবারও করলেন।
Exceptional performance by Sajal Bag earns him the Man of the Match award! 🙌#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #ISL #CFL2024 pic.twitter.com/LYUsCRkIBS
— Mohammedan SC (@MohammedanSC) June 25, 2024
উয়াড়ি দলের বক্সের কিছুটা বাইরে আগুয়ান সজল বাগের উদ্দেশ্যে বল পাঠিয়ে দিয়েছিলেন ৯৯ নম্বর জার্সিধারী তন্ময়। প্রতিপক্ষ গোলরক্ষকের পজিশন লক্ষ্য করে সেখান থেকেই জোরে শট মারেন সজল। বুলেটের গতিতে গোলকিপারের গ্লাভস এড়িয়ে বল জড়িয়ে যায় জালে।
Austria vs Netherlands: গ্ৰুপ শীর্ষে থেকে ইউরোর পরের পর্বে অস্ট্রিয়া
সজল এই ম্যাচে নিজে শুধু গোলই করেননি, খেলা তৈরি করেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। সাদা কালো জার্সি পরে মরসুমের শুরুটা ভালই করলেন সজল বাগ।