East Bengal: আইন রয়েছে ক্লাবের সঙ্গে, শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদে কোনো সমস্যাই হবে না ইস্টবেঙ্গলের

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ কিংবা স্পোর্টিং রাইট নিয়ে কোনো সমস্যাই হবে না ক্লাবের। আইন রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে। এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ। …

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ কিংবা স্পোর্টিং রাইট নিয়ে কোনো সমস্যাই হবে না ক্লাবের। আইন রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে। এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ। 

সূত্রের খবর, মরশুম সমাপ্ত হলেই শেষ হবে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের চুক্তি। আইন মোতাবেক স্পোর্টিং রাইট নিয়েও নিয়েও শতাব্দী প্রাচীন ক্লাবকে সমস্যার সম্মুখীন হতে হবে না বলে মনে করা হচ্ছে। কারণ আইন ইস্টবেঙ্গলের পক্ষেই থাকবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। 

   

জানা গিয়েছিল এপ্রিলেই শ্রী সিমেন্টের সঙ্গে ক্লাবের বিচ্ছেদ নিশ্চিত। ইতিমধ্যে আগামী দিনের কথা ভাবতে শুরু করেছেন ক্লাব কর্তারা। বহু ফুটবলারের সঙ্গে কথা বার্তাও এগিয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে। 

Advertisements

সম্প্রতি একাধিক তরুণ ফুটবলারের সম্মতি আদায় করেছে ক্লাব। ঘরোয়া ফুটবলে ভালো খেলা ফুটবলারদের নিয়ে ঘর গোছাতে শুরু করেছেন লাল হলুদ কর্তারা। চূড়ান্ত চুক্তি এখনও করা সম্ভব হয়নি। কারণ স্পোর্টিং রাইট রয়েছে শ্রী সিমেন্টের হাতে। একাংশের আশঙ্কা ছিল স্পোর্টিং রাইট ফিরে পেতে বেগ পেতে হতে পরে ইস্টবেঙ্গলকে। কিন্তু জানা যাচ্ছে শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের পরেই অধিকার ফিরে পারে ক্লাব। 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News