আরও এক বাঙালি ফুটবলার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার পথে। শেখ সাহিল জার্সি বদল করছেন বলে বৃহস্পতিবার জানা গিয়েছে। দীর্ঘ মেয়াদী এক চুক্তিতে দল পরিবর্তন করার পথে এই তরুণ বঙ্গ তনয়।
Advertisements
সূত্রের খবর, এটিকে মোহন বাগান ছেড়ে জামশেদপুর ফুটবল ক্লাবে যাচ্ছেন শেখ সাহিল। তিন বছরের চুক্তিতে যাচ্ছেন ইস্পাত নগরীর ক্লাবে।

এটিকে মোহন বাগানে যোগ দেওয়ার পর বেশিভাগ সময় তাঁর কেটেছে মাঠের বাইরে। ২০২০ সালে যোগ দেওয়ার পর হাতেগোনা কিছু ম্যাচে সাহিলকে মাঠে নামতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এই তরুণ মিডফিল্ডার নিজের নামের প্রতি সুবিচার করার সুযোগ পাননি।
Advertisements
কিছু দিন আগে মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনার সঙ্গে দেখা করেছিলেন সাহিল। তখনই উঠেছিল দল বদলের গুজব। যদিও বিষয়টি নেহাত সৌজন্য সাক্ষাৎ বলে অনেকে মনে করেছিলেন।


