নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের লড়াই করতে হবে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। গত সপ্তাহের শেষের দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড নিশ্চিত হয়ে গেলেও এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দলের ফুটবলাররা। উল্লেখ্য, এবারের এই আইএসএল মরসুমের প্রথম ম্যাচে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষেই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় সেই ম্যাচে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত তিরি এবং থায়ের ক্রোমার গোলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল উভয় দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে এবার মুম্বাই এরিনার বুকে জয় পেতে মরিয়া মেরিনার্সরা। সেক্ষেত্রে সবদিক মাথায় রেখেই নিজেদের একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে আইএসএল জয়ী কোচ জোসে মোলিনার। তবে এক্ষেত্রে কিছুটা হলেও চাপে রাখতে চলেছে দলের মাঝমাঠ। আপুইয়া থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা দলের একাদশে স্থান পেলেও সেটা যথেষ্ট নয়।
Also Read | AFC ম্যাচের আগেই নতুন বিদেশিতে ঝুঁকছে মশাল ব্রিগেড!
চোট সমস্যা জর্জরিত থাকার ফলে এখনও নিজেদের পুরনো ছন্দে ফিরতে পারেননি সাহাল আব্দুল সামাদ। এবার তাঁকে নিয়েই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, চোট সমস্যা কাটিয়ে বর্তমানে মাঠে নামা সম্ভব নয় অনিরুদ্ধ থাপা। যা পরিস্থিতি তাঁতে আইএসএলের প্লে-অফের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা সম্ভব নয় এই তারকার। সেই নিয়ে কিছুটা হলেও চাপে থাকবেন বাগানের হেডস্যার।