সুস্থ হচ্ছেন সাহাল! প্লে-অফে তাঁকে নিয়ে আশাবাদী মোলিনা

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএলের লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে…

Sahal Abdul Samad, Indian football star, in action during a match

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএলের লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে অনায়াসেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে কলকাতা ময়দানের এই প্রধান দল। স্বাভাবিকভাবেই গতবারের মতো এবার ও অনেক আগে থেকেই শিল্ড জয়ের অন্যতম দাবিদার ছিল মোহনবাগান। পরবর্তীতে তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া উঠে আসলেও শেষ পর্যন্ত বজায় থাকেনি তাঁদের সেই পারফরম্যান্স।

তাই কয়েক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয়বারের মতো শিল্ড চলে যায় মেরিনার্সদের কাছে। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে টানা দুইবার এই খেতাব জয় করল সবুজ-মেরুন ব্রিগেড। সপ্তাহ কয়েক আগেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে শিল্ড নিশ্চিত করেছিল শুভাশিস বসুর দল। বাকি দুই ম্যাচ হাতে থাকলেও সেগুলিকে হালকা ভাবে নেননি জোসে মোলিনা। শেষ পর্যন্ত জয়ের ধারা বজায় রেখেই খেতাব সেলিব্রেশনে মেতে ছিল গোটা দল। এবার সেটাই বজায় রাখার লড়াই। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠেও চূড়ান্ত সাফল্য আসেনি। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি। এবার সেটাই জিতে অভিনব রেকর্ড গড়ার হাতছানি তাঁদের কাছে।

   

Also Read |  এক ঝলকেই ‘সবুজ তোতা’কে নিয়ে আবেগেপ্রবণ বাগান প্রাক্তনী

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আইএসএলের প্লে-অফ খেলতে নামবে সবুজ-মেরুন। সেই অনুযায়ী মঙ্গলবার থেকেই প্র্যাকটিসে নামছে গোটা দল। এবার ট্রফি জয় করেই আইএসএল অভিযান শেষ করতে চান সকলে। তবে দলের তারকা ফুটবলার সাহালা আব্দুল সামাদকে এবার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী বাগান কোচ। হিসাব অনুযায়ী দেখলে গত ফেব্রুয়ারি মাসের শুরুতে শেষ ম্যাচ খেলেছিলেন সাহাল। প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে গিয়ে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই চোট পেতে হয়েছিল তাঁকে।

স্বাভাবিকভাবেই এই ভারতীয় ফুটবলারকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন স্প্যানিশ কোচ। পরবর্তীতে সময় যত এগিয়েছে দলের অনুশীলনে উপস্থিত থেকেও বল পায়ে সতীর্থদের সঙ্গে সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি। সাইড লাইনেই প্রস্তুত করছিলেন নিজেকে। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের এই ফুটবলার। গত সোমবার নিজের সোশ্যাল সাইটে ফিটনেস সেশনের একটি ছবি আপলোড করেন এই মিডফিল্ডার। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। এবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আদৌ কতটা সক্রিয়তা দেখাতে পারেন এই ফুটবলার সেদিকেই নজর থাকবে সমর্থকদের।