ডার্বি ম্যাচের আগে অনেকটাই ফিট বাগানের এই তারকা ফুটবলার

ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। ঘরের মাঠে এই পয়েন্ট নষ্ট কিছুতেই ভালো মতো…

Sahal Abdul Samad in Peak Form Ahead of Kolkata Derby

ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। ঘরের মাঠে এই পয়েন্ট নষ্ট কিছুতেই ভালো মতো নেয়নি সমর্থকরা। তবে পরবর্তী ম্যাচ থেকেই ছন্দে ফিরতে শুরু করে ময়দানের এই প্রধান। রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তারপর কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হলেও চতুর্থ ম্যাচে ফের জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। তাঁরা পরাজিত করে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংকে।

এই জয়ের ফলে ছন্দে ফিরেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ধারাই এখন বজায় রাখার লড়াই। আগামী ১৯শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে জোসে মলিনার ছেলেরা। এই ম্যাচে পুরো পয়েন্ট পাওয়াই অন্যতম লক্ষ্য সকলের। বলাবাহুল্য, চলতি ফুটবল সিজনে ফর্মের ধারে কাছে নেই ইস্টবেঙ্গল। ডুরান্ড কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে এএফসির যোগ্যতা অর্জনকারী ম্যাচ হোক কিংবা আইএসএল ম্যাচ। এখনও অব্দি জয় পায়নি ময়দানের এই প্রধান।

   

সেজন্য তাঁদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা হলেও সহজ হবে মেরিনার্সদের। তাই সব রকম ভাবে ফুটবলারদের তৈরি রাখতে চাইছেন বাগান হেডস্যার। আসন্ন ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে পারলে পয়েন্ট টেবিলের আরও অনেকটাই উপরে চলে যাবে মোহনবাগান। সেইমতো চুটিয়ে অনুশীলন করছেন ফুটবলাররা। ভারতীয় তারকা আশিক কুরুনিয়ান অনুশীলন শুরু করলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। যারফলে তাঁর ডার্বি খেলার সম্ভাবনা অনেকটাই কম বলা চলে।

তবে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। মঙ্গলবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন তিনি। পাসিং থেকে শুরু করে সিচুয়েশন প্র্যাকটিস হোক কিংবা ফিজিক্যাল ট্রেনিং। সবকিছুতেই যথেষ্ট চন্দনে মেজাজ ধরা দিলেন দিমিত্রি পেত্রাতোসদের সঙ্গে। সব ঠিকঠাক থাকলে ডার্বি ম্যাচে দেখা যেতে চলেছে এই তারকা ফুটবলারকে।